পৃথিবীতে গরিব ধনী উভয় মানুষ রয়েছে। তবে তারা সকলেই মানুষ নামে পরিচিত।কিন্তু যারা ধনী তাদের নেই খাবারের অভাব এবং তাদের রোদে পুরে কষ্ট করে কাজ করতে হয় না। তাদের ধন সম্পদ রয়েছে অনেক। তাই তাদের নেই কষ্ট। কিন্তু যারা গরিব তাদের রয়েছে অনেক কষ্ট। তারা হইতো একবার খাবার পেলে অরেক পায় না।
যার কারনে ছোট ছোট শিশুরা খাবারের জন্য মানুষের কাছে হাত পাতে। এবং দেখা যায় যাদের বাড়িঘর নেই, তারা রাস্তায় জীবনযাপন করে ও রাত হলে ঘুমিয়ে পড়ে রাস্তার পাশ দিয়ে। তাদের প্রাণের জুকি নিয়ে সেখানে ঘুমাতে হয়। এবং তারা সকাল হলেই নেমে পরে তাদের কাজে। এবং তাদের ছোট ছোট শিশুরাও নেমে পরে মানুষের কাছে খাবার ও টাকা চাবার জন্য। তারা রাস্তা পার হবার সময় অনেক দুর্ঘটনায় মুখোমুখি হয়।
আমরা যারা ধনী তাদের উচিত ওইসব মানুষদের সাহায্যে করা। তাহলে তারা আর ক্ষুদার্থ থাকবে না। এবং ছোট ছোট শিশুদের আর রাস্তায় নামতে হবে না।তাই আমরা সকলেই তাদের সাহায্যে করব। তাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ যে, আপনারা সবাই অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন।
আমরা এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।