প্রতিনিধি ১৪ অগাস্ট ২০২৫ , ১:০৩ পিএম প্রিন্ট সংস্করণ
টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এবার বাবা হিসেবে দারুণ গর্বিত। সম্প্রতি তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আইরা তাহরিম খানকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছেন। একটি সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘আমার রকস্টার’, এভাবেই তিনি আদর করে আইরাকে ডাকেন।
সাবেক তাহসান-মিথিলা দম্পতির একমাত্র কন্যা আইরাকে নিয়ে সৃজিত বরাবরই ভালোবাসায় ভরপুর। মেয়ের কোনো অর্জন বা বিশেষ মুহূর্ত তিনি কখনো মিস করেন না। নিজের ফেসবুক অ্যাকাউন্টে আইরার এই প্রথম কাজটির ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘সময় কত দ্রুত চলে যায়, চোখের সামনে বড় হয়ে গেল।’ তার এই পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা আইরার অভিনয়ের প্রশংসা করতে থাকেন।
মিডিয়া জগতে আইরার প্রথম কাজ দেখে সৃজিত মুখার্জি এতটাই মুগ্ধ যে, তিনি প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। যদিও মিথিলা-সৃজিতের দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে গুঞ্জন শোনা যায়, তবে আইরার সঙ্গে তার সম্পর্ক সবসময়ই অটুট ও উষ্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই তিনি আইরার সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করে থাকেন, যা থেকে তাদের গভীর বন্ধনের পরিচয় পাওয়া যায়।
ভবিষ্যতে আইরাকে নিজের সিনেমায় নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে সৃজিত বলেন, ‘যদি আমার কোনো সিনেমার চরিত্রের সঙ্গে আইরা মানিয়ে যায়, অবশ্যই তাকে নিতে চাইব।’ সৃজিতের এই মন্তব্যে আইরার প্রতি তার ভালোবাসা এবং স্নেহ আরও স্পষ্ট হয়ে ওঠে।
প্রসঙ্গত, ২০০৬ সালে গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে মিথিলার বিয়ে হয় এবং তাদের ঘরেই আসে আইরা। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়, কিন্তু তারা যৌথভাবে আইরার সব দায়িত্ব পালন করে চলেছেন। এরপর ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিয়ে হয়। আর সেই সূত্র ধরেই সৃজিতের সঙ্গে আইরার এক অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, যা এখন সৃজিতের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ।
এই বিজ্ঞাপনটি শুধু আইরার প্রথম কাজ নয়, এটি সৃজিতের জন্য এক গর্বের মুহূর্ত। আইরা এখন ধীরে ধীরে বড় হচ্ছে, আর তার এই বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়ে আছেন সৃজিত। তিনি যেন শুধু একজন সফল পরিচালক নন, একজন গর্বিত বাবাও।