প্রতিনিধি ১৬ অগাস্ট ২০২৫ , ২:০৩ পিএম প্রিন্ট সংস্করণ
ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এক অসাধারণ খবর! প্রথমবারের মতো ভারতে পা রাখতে চলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নস লিগ টু-এর গ্রুপ পর্বের ম্যাচ খেলতে তার ক্লাব আল নাসর মুখোমুখি হবে ভারতের আইএসএল ক্লাব এফসি গোয়ার। এই ম্যাচটিকে ভারতীয় ফুটবলের ইতিহাসে ‘ঐতিহাসিক’ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত ড্র-তে আল নাসর এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-এর ‘ডি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হলো এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল-জাওরা। গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে শীর্ষ দুটি দল পরের রাউন্ডে যাবে। আগামী ২২ অক্টোবর গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক ম্যাচ। যদি সব ঠিক থাকে, তাহলে এই ম্যাচ খেলতে ‘সিআর সেভেন’ নামে পরিচিত এই পর্তুগিজ তারকা ভারতে আসবেন। এরপর ৫ নভেম্বর রিয়াদের ফিরতি লেগে আল নাসরের মুখোমুখি হবে গোয়া।
রোনালদোর ক্লাব আল নাসরের সঙ্গে ম্যাচটি নিয়ে এফসি গোয়ার সমর্থকেরা ভীষণ রোমাঞ্চিত। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুর সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, “এফসি গোয়ার মতো একটি ক্লাবের জন্য এমন মুহূর্ত জীবনে একবারই আসে। আল নাসর এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে আতিথ্য দেওয়া সম্ভবত ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ।” তার মতে, এটি ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। যোগ্যতা অর্জন করেই এই দল এ পর্যন্ত এসেছে এবং এই ম্যাচটি তাদের প্রমাণ করার সুযোগ দেবে যে তারা মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনও কোনো বড় শিরোপা জিততে পারেননি। তাই এই টুর্নামেন্ট জেতার জন্য তারা পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। গত মৌসুমে সৌদি প্রো লিগে তৃতীয় হওয়া এই দলে রোনালদো ছাড়াও আছেন আরও অনেক নামী তারকা। লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে এবং পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের মতো তারকাদেরও মাঠে দেখার সুযোগ পেতে পারেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
রবি পুষ্কুর আশা করেন, আল নাসরের ভারতে খেলতে আসাকে কেন্দ্র করে সারা দেশে ফুটবল নিয়ে দারুণ উচ্ছ্বাস তৈরি হবে। এর মাধ্যমে স্থানীয় ফুটবল নতুন প্রেরণা পাবে। তিনি আরও বলেন, “এটি এক অনন্য সুযোগ। এর মাধ্যমে ভারতীয় ফুটবলের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা যাবে।” তার মতে, সবচেয়ে বড় কথা হলো, এই ম্যাচটি ভারতজুড়ে ভক্তদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ আরও বাড়াতে সাহায্য করবে এবং এই খেলাটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে সাহায্য করবে। এই হাই-প্রোফাইল ম্যাচটি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎকে এক নতুন দিকে চালিত করতে পারে।