ক্যান্সার কি?
যদি সাধারনভাবে বলা যায় যে, আমাদের শরীর এ অসংখ্য কোষ দিয়ে গঠিত সুতরাং এত সমস্ত কোষের মধ্যে যদি কোন একটা কোষের অস্বাভাবিক বৃদ্ধিই হল ক্যান্সার।সুতরাং আমাদের দেহের কোন কোষের অস্বাভাবিক বৃদ্ধি হবে টা আমাদের জানার বাইরে।
কাদের ক্যান্সার হতে পারে?
যদি সাধারন অর্থে বলা যায়ে ২০+ যে কোন বাক্তির ক্যান্সার হতে পারে তবে এর নিচেও যে হবে না এমন না তবে তার হার অনেক কম।
ক্যান্সার এর প্রকারভেদ?
বর্তমানে ১০ টি ক্যান্সার লক্ষ্য করা যায়।
১.গল ব্লাডার ক্যান্সার।
২.ফুসফুস ক্যান্সার
৩.মস্তিষ্ক ক্যান্সার
৪.ত্বকের ক্যান্সার
৫.স্তন ক্যান্সার
৬.সার্ভিকাল ক্যান্সার
৭.জরায়ু মুখের ক্যান্সার
৮.লসিকার্বুদ ক্যান্সার।
৯.মুখের ক্যান্সার।
১০.কোলন ক্যান্সার।
বাংলাদেশে কোন ক্যান্সার টা বেশি লক্ষ্য করা যায়?
সব ধরনের ক্যান্সার কম বেশি দেখা যায়ে তবে বর্তমানে সবথেক বেশি রোগী আসে সেগুলো হল মেয়েদের স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সার আর পুরুষদের ফুসফুস ক্যান্সার এবং মুখের ক্যান্সার যা খুবই ভয়াবহ আকারে বাড়ছে।
ক্যান্সার আছে এটা কিভাবে বুঝবো?
কিছু কিছু লক্ষণ আছে যা থাকলে বোঝা যায় যে শরীরের ক্যান্সার আছে……
১।কথার স্বরের পরিবর্তন।
২. অস্বাভাবিক ওজন হ্রাস।
৩.শরীর কোন অবস্থানে অস্বাভাবিক পরিবর্তন।
৪.খাদ্য অভ্যাসের পরিবর্তন।
৫.রেচনের অস্বাভাবিক পরিবর্তন ইতাদি।
আজ এই পর্যন্ত যাবার আগে শুধু একটা কথা বলবো যে ,কখন কোন কিছু নিয়ে অবহেলা করবেন না।কোনো বিষয়ে সন্দেহ হলে এখনই ডাক্তারের শরণাপন্ন হন,কারন প্রাথমিক অবস্থায়ে ধরা পরলে ক্যান্সার ভাল হয়।
সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ।