প্রতিনিধি ১১ অগাস্ট ২০২৫ , ৫:৫০ পিএম প্রিন্ট সংস্করণ
নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের ১৩তম থেকে ১৬তম গ্রেডভুক্ত মোট ৯টি পদের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত ৮ আগস্ট অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৪ হাজার ৩৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির উপসচিব (জনবল) খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
যেসব পদের ফল প্রকাশ হলো
যেসব পদের জন্য এই ফল প্রকাশিত হয়েছে, সেগুলো হলো—
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে লিখিত পরীক্ষার তারিখ ও সময় এখনও নির্ধারিত হয়নি। পরবর্তীকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
এই ফল প্রকাশ চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। প্রায় ৪ হাজার ৩৪০ জনের বেশি প্রার্থী এখন লিখিত পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতি শুরু করতে পারবেন। নির্বাচন কমিশনের এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সঠিক সময়ে ফল প্রকাশ হওয়ায় চাকরিপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
এই নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা যায়। উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী লিখিত পরীক্ষার প্রস্তুতিতে শুভকামনা।