আমাদেরদেশে সর্ব প্রথম যে নেটওয়ার্ক চালু হয়ে তা হলো ১ জি।এই ১ জি প্রথম প্রজন্ম এর মাধ্যমে আমরা শুধু একে অপরের সাথে কথা বলতে পারতাম।কিন্তু তখন ঐ রকম ভালোভাবে কথা শোনা যেত না।আর তারপর আসলো দিত্বীয প্রজন্ম ২ জি যার মাধ্যমে কথা খুব ভালোভাবে কথা বলতে পারতাম কিন্তু তারপর চলে আসলো ইন্টারনেট এবং সবাই ব্যবহার করতে লাগলো ইন্টারনেট আর গ্রাহক অধিক পরিমাণে হওয়ার কারনে নেট অনেক বেশি কমে যায় এবং স্লো হয়ে যায়।কিন্তু এভাবে আর চলছিল না আর তারপরই চলে আসলো ৩ জি আমাদের তৃতীয় প্রজন্ম যার মাধ্যমে আমরা অনেক বেশি ফাস্ট নেট এবং কথাও অনেক পরিষ্কার শোনা গেছে।এছাড়াও ভিডিও কলের মাধ্যমেও আমরা কথা বলার সুযোগ পেয়ে যাই কিন্তু কত দিন আর আস্তে আস্তে ঐটাও অনেক বেশি স্লো যায়।আর তারপর চলে আসলো ৪ জি চতুর্থ প্রজন্ম যেটা এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে যার স্পিড অনেক বেশি এর মাধ্যমে আমরা যেকোন কাজ খুব সহজেই করে নিতে পারি।এবং যে কোন ধরনের বর কোনো ফাইল ডাউনলোড করেতে পারি খুব সহজেই।এছাড়াও ভিডিও কল করে ছবি গলো খুব সুন্দর ভাবে বুঝতে পারছি।আর কিছু দিন আগেই আবার চালু হয়ে গেছে ৫ জি যার অনেক বেশি।আর সেটির মাধ্যমে অনলাইনের যেকোনো কঠিন কাজ খুব সহজেই এবং অল্প সময়ের ভেতরেই করে নিতে পারি।আর এই ৫ জি এখনও সারা কভার হতে পারেনি কিন্তু ২০১৯ সালের মধ্যেই আমরা বাংলাদেশের যেকোন জায়গা থেকে নেটওয়ার্ক পেতে পারি।আমরা তাহলে ২০১৯ সালের মধ্যেই আমরা ৫ জি উপভোগ করতে করতে পারবো।এবং তার পরেই আমরা দেখতে পারব ৫ জি এর সবচেয়ে অনেক বেশি এবং গতিশীল স্পিড।যা বাংলাদেশের মধ্যে এই প্রথম তৈরি হতে সব চেয়ে গতিশীল ইন্টারনেট।আশা করি যে আপনারাও ৫ জি এর অপেক্ষায় থাকবেন এবং আপনারা ব্যবহার করে দেখবেন যে কতটা স্পিড পাওয়া যায়।
Is Insurance Haram? A Comprehensive Islamic Perspective
The idea of insurance has had much discussion among the Muslim community. Many wonder: Is insurance haram in Islam? Let...