মা
1)তুমি এতো জ্বালাও কেন?
2)ফির্তে একটু দেরি হলেই কল দিতে হয়?
3)যেটা বুঝোনা সেটা নিয়ে কথা বলিওনা.
4)আমার সময় হলে খাবো তোমার বলতে হবেনা.
এই কথা গুলো আমরা প্রায়ই বলে থাকি মা কে…খুব নরমাল বেপার তাইনা ..
আমিও বলতাম বিরক্ত হতাম প্রায় ঝগড়াও করেছি..এখন মা কাছে নাই.
কেউ আর বিরক্ত ও করেনা..
আমার তো খুশি হবার কথা..কিন্তু হতে পারছিনা কেন?
1)এখন ইচ্ছে করে ঘুম ভাঙলেও বিছানায় থাকি..তুমি ডেকে ডেকে আমাকে জ্বালাবে এই আশায়.
2)মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকি মামনি নামের কন্ট্যাক্ট থেকে শুধু একটা ফোনের আশায়.
3)এখন কথা খুব কম বলি কারণ ভুল কিছু বলে ফেললে আমাকে শূদ্রাবে কে?
4)খাবার সময় আশেপাশে অনেক খুঁজি তোমায়..কিন্তু তোমাকে পাইনা..
সরি মা তোমাকে যত দুঃখ দিয়েছি টার জন্য..সরি মা..সত্যি খুব সরি..
আজ যাদের মায়ের শ্নেহ,আদর পাবার সৌভাগ্য আছে যত টা পারেন আগলে নিন এই ভালোবাসা,আর মা কে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন..
নইলে হয়তো আমার মতো আজ মাকে বলতে চাইবেন
খুব ভালোবাসি তোমাকে মা
কিন্তু সোনার জন্য সেই মানুষটিকে থাকবেনা.