রিডমিক কিবোর্ড আমাদের দেশের মোটামুটি সবাই ব্যবহার করে।তো চলুন জেনে আসি এর সহজ ব্যবহার।প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাবেন তার পর রিডমিক কিবোর্ড লিখে সার্চ করবেন।আর সার্চ করার পর আপনারা সবার প্রথমেই অ্যাপটি পেয়ে যাবেন।তারপর সেটি ডাউনলোড করে ইনস্টল করবেন।আর তারপর আপনারা সেই আপসটির ভিতরে প্রবেশ করবেন।তারপর আপনারা আপনাদের মোবাইলের কিবোর্ডটি বাদ দিয়ে সেটিতে রিডমিক কিবোর্ড সিলেক্ট করে নিবেন।আর তারপর আপনারা টাইপ করার জন্য কয়েকটি ভাষা পাবেন বাংলা ও ইংরেজি আপনারা চাইলে আরো অনেক ভাষা ব্যবহার করে টাইপ করতে পারেন।আর সেখানে টাইপ করার মজা হচ্ছে আপনারা অভ্র করে আপনারা ইংরেজি ভাষাকে বাংলা হিসেবে টাইপ করতে পারেন।আর এটি করলে আপনারা যদি বাংলা লিখতে না পারেন তাহলে আপনি দ্রুত এবং খুব সহজেই বাংলা টাইপ করতে পারেন।আর যদি আপনি বাংলা পারেন তাহলে বাংলা টাইপ করবেন আর আপনি যদি ইংরেজি ভালো পারেন তাহলে ইংরেজি টাইপ করবেন।এটি আপনাদের কাছে অনেক কঠিন মনে হলেও কিন্তু এই আপসটিতে টাইপ করে খুবই মজা।আর এই আপসটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি আপস এটি প্লে স্টোরে প্রায় ১০০ মিলিয়নের মতো ডাউনলোড হয়ছে।আর বিশ্বে সব চেয়ে কিবোর্ডের মধ্যে জনপ্রিয় আপস হচ্ছে রিডমিক কিবোর্ড।এর মতো সহজ কিবোর্ড আর কোথাও পাওয়া যাবে না।আর যারা টাইপে এক বারেই দুর্বল তাদের জন্য এই আপসটি খুবই প্রয়োজনীয়।তারা যদি এই আপসটি ব্যবহার করে তারা কয়েক দিনের মধ্যেই অনেক ভালো টাইপিং করতে পারবে।আর এটি ছাড়া অন্য কোনো কিবোর্ডে এই তারাতারি টাইপিং করা যায় না।এবং টাইপিং শেখাটাও অনেক কঠিন আর তাই বলব যে আপনারা যদি টাইপিং এ দুর্বল থাকেন তাহলে অবশ্যই এই আপসটি ব্যবহার করবেন এবং দিনেই আপনার সহজ কাজটি খুব সহজেই সমাধান হয়ে যাবে।আপনারা ব্যবহার করে অল্প দিনের ভিতরেই ভালো ফল পাবেন।
Oshomoy (Web Film) 2024
Drama | Thriller Name: Oshomoy (Web Film) 2024 Written by: Kajal Arefin Ome Directed by: Kajal Arefin Ome Produced by: Mushfiqur Rahman Manzu...