প্রতিনিধি ১১ অগাস্ট ২০২৫ , ৬:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার, ১২ আগস্ট, থেকে বাজারে আনছে নতুন ডিজাইনের ১০০ টাকা মূল্যমানের নোট। এই প্রথমবারের মতো নোটটিতে স্বাক্ষর করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। রবিবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক একটি নতুন সিরিজ এবং ডিজাইনের সকল মূল্যমানের নোট মুদ্রণের কার্যক্রম শুরু করেছে। এই সিরিজের অধীনে ১০০০, ৫০, এবং ২০ টাকা মূল্যমানের নোট ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে। এবার এই নতুন সিরিজের ১০০ টাকার নোট বাজারে আসছে।
নতুন এই নোটটিতে রয়েছে আধুনিক ও সুরক্ষিত সব বৈশিষ্ট্য। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর নোটটিকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, নতুন নোটগুলো প্রচলিত নোটের মতোই সব ধরনের লেনদেনে ব্যবহার করা যাবে। পুরনো ১০০ টাকার নোটও যথারীতি বাজারে চালু থাকবে।
নতুন নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সরবরাহ করা হবে। এরপর দেশের অন্যান্য বাংলাদেশ ব্যাংকের অফিস থেকেও নোটগুলো পাওয়া যাবে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে নোটের নিরাপত্তা ও মান বৃদ্ধি করা, যাতে জাল নোটের সমস্যা মোকাবিলা করা যায়।
সাধারণ মানুষের কাছে এই নতুন নোটের আগমন একটি আগ্রহের বিষয়। আশা করা যায়, নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তার কারণে নোটটি সহজেই সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই নতুন নোট প্রচলনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থাকে আরও আধুনিক ও সুরক্ষিত করতে বদ্ধপরিকর। এটি দেশের ব্যাংক নোটের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করবে।