শেষ হতে চলেছে ২০১৯ সাল।শেষ বেলায়দেখা যাক কোন কোন তারকারা বিয়ে করে নতুন জীবন শুরু করেছে।
মিথিলা-সৃজিতঃনানা গুঞ্জন এর অবসান ঘটিয়ে বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মিথিলা এবং কলকাতার নির্মাতা সৃজিত মূখার্জী বিয়ে করেন।৬ ডিসেম্বর দক্ষিন কলকাতায় সৃজিতের বাসায় তাদের বিয়ের রেজিস্ট্রি হয়।
কনা-গহীনঃকন্ঠশিল্পী দিশলাদ নাহার কনা বিয়ে করেন মোঃ ইফতেখার গহীনকে।বিয়ে হলেও এর আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে।
তমা মির্জা-হিশাম চিশতিঃচলতি বছর বিয়ে করেছেন অভিনেত্রী তমা মির্জা।বর বাংলাদেশী বংশভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতী।বিয়েতে সবুজ কাতান আর লাল ওড়নায় নিজেকে সাজান পতাকার রঙে।
বিয়ে করলেন রকঃবিয়ে করলেন দ্যা রক খ্যাত রেসলিং তারকা ও অভিনেতা ডোয়াইন জনসন।জনসন ১৮ ই আগস্ট তার দীর্ঘদিনের প্রমিকা লরেন হাশিনকে বিয়ে করেন।অবশ্য আগেই তারা ২ সন্তানের জনক-জননী।