দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন স্যামসাংয়ের সহযোগিতাই গ্যালাক্সি নোট ৯ এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে।আগামী ২ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত এটি চালু থাকবে গ্রামীনফোন অনলাইন শপ,জিপিএন্টার প্রাইজ মার্কেট এবং গ্রামীনফোন সেন্টারের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে।গ্যালাক্সি নোট ৯ পাওয়া যাবে মিড নাইট ব্যাক,ওশান ব্লু এবং মেটালিক কপার এই তিনটি রং এ।এই ফোনের দাম হবে ৯৪,৯০০ টাকা,যা প্রি-অর্ডার করতে ১০০০০ টাকা দিতে হবে।
প্রি-অর্ডার করতে গ্রাহকদের যেতে হবে Grameenphone এর সাইটে।প্রি-অর্ডার করলে গ্রাহকরা কনভার্টিবল ওয়্যারলেস চার্জার অথবা জেবিএল ফ্লিপ ৪ কিংবা নোট ৯ জেতার সুযোগ পাবেন।এছাড়া থাকছে ১ বছরের ওয়ারেন্টিসহ একবার বিনামূল্যে স্ক্রিন রিপে-সমেন্ট সুবিধা এবং ৬-৩৬ মাসের সুবিধাজনক কিস্তির ব্যবস্তা।গ্রামীনফোন গ্রাহকরা পাবেন সাত দিন মেয়াদে বিনামূল্যে ৯ জিবি ইন্টারনেট এবং ৭ দিন মেয়াদে ৪ জিবি ইন্টারনেট কিনতে পারবেন ৯৯ টাকায়।হ্রাসকৃত মূ্ল্যে ইন্টারনেট কেনার এই অপার গ্রাহকরা উপভোগ করতে পারবেন পরবর্তী ৩ মাসে ৬ বার।এছাড়া গ্রামীণফোন চ্যানেলে প্রি-বুক করলে গ্রাহকরা আরো পাবেন বিনামূল্যে ০১৭১১ সিরিজের ৪জি সিম।
গ্যালাক্সি নোট ৯ তার উৎকর্ষের দীর্ঘ ঐতিহ্য ধরে রেখেছে।ফোনটিতে যুক্ত হয়েছে ব্লুটুথ সহ নতুন এস পেন এবং স্যামসাংয়ের এখন পর্যন্ত সবচেয়ে ইন্টিলিজেন্ট ক্যামেরা।এতে রয়েছে গুনগত মান সম্পূর্ণ ব্যাটারি যা তার ইউজারদের দিবে দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধা।
“Foundation for friends” from Facebook friendship
98-2000. 25 years have passed since passing SSC and HSC exams at that time of school life. In this long...