প্রতিনিধি ২৭ অগাস্ট ২০২৫ , ৯:২৮ এএম প্রিন্ট সংস্করণ
ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান। নতুন কাঠামোর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় মৌসুমের ডামাডোল শুরু হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র। এই ড্রয়ের মধ্য দিয়েই নির্ধারণ হবে কোন ৩৬টি দল নিজেদের ভাগ্য পরীক্ষা করবে এবং নতুন চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে। গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি এই নতুন ফরম্যাটের প্রথম শিরোপা জিতেছে। এবার কে জিতবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি মাস।
এই ড্রয়ের পদ্ধতি বেশ ভিন্ন। গতবারের মতো এবারও কোনো গ্রুপ পর্ব থাকছে না। প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি থাকবে এক নম্বর পটে। ড্র পরিচালনার জন্য থাকবে একটি বিশেষ সফটওয়্যার।
ড্রয়ের নিয়মগুলো বেশ স্পষ্ট:
গতবার ড্র পরিচালনা করেছিলেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি লুইস ফিগো ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে মোট ৩৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ২৮টি ক্লাব সরাসরি লিগ পর্বে খেলার সুযোগ পেয়েছে, যা তাদের ঘরোয়া লিগের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। টটেনহাম হটস্পার গত মৌসুমে ইউরোপা লিগ জেতার সুবাদে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। বাকি সাতটি দল আসবে বাছাইপর্ব থেকে। এরই মধ্যে বাছাইপর্বের প্লে-অফ থেকে তিনটি দল তাদের জায়গা নিশ্চিত করেছে এবং বাকি চারটি দল আসবে আজ রাতের খেলার ফলাফলের ওপর ভিত্তি করে।
সরাসরি লিগ পর্বে সুযোগ পাওয়া ২৯টি ক্লাবের তালিকা নিচে দেওয়া হলো:
আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোয় অনুষ্ঠিত হবে এই জমকালো ড্র। কে কার প্রতিপক্ষ হবে এবং কার জন্য কেমন কঠিন পথ অপেক্ষা করছে, তা জানা যাবে আজ রাতেই। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ উপভোগ করার জন্য।