আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা? আশা রাখছি সকলে ভালো থাকবেন। চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে।ইন্টারনেটে আপনারা প্রচুর পরিমাণে সার্চ করেন ছেলেদের কি উপহার দিলে খুশি হয়, ছেলে বন্ধুকে দেওয়ার মতো উপহার, জন্মদিনের উপহার ছেলেদের জন্য, ছেলেদের পছন্দের উপহার, ছেলেদের জন্য উপহার, ছেলেদের কি উপহার দেওয়া যায়, ছেলেদের জন্মদিনের উপহার, ছেলেদের জন্য জন্মদিনের উপহার ইত্যাদি বিষয় নিয়ে।
অর্থাৎ যেকোনো ইভেন্টে আপনার ছেলে বন্ধুকে উপহার দেওয়ার জন্য আপনার মাথায় আসে না কোনো আইডিয়া। তবে যেহেতু বন্ধু, সেহেতু স্পেশাল কিছু তো দেওয়া লাগবেই। কিন্তু কোন ধরনের গিফট আপনার বন্ধুর পছন্দ হবে সেটা বুঝবেন কি করে? তাই আপনাদের জন্য ছেলেদের উপহার দেওয়ার মতো ১০ টি আইডিয়া নিয়ে এসেছি। এই ১০ টি আইডিয়া থেকে আপনি আপনার ছেলে বন্ধুকে যেকোনো একটি দিতে পারেন।
ছেলেদের কি উপহার দিলে খুশি হয়
১. হাতের ঘড়ি
ছেলেদের যেকোনো ইভেন্টে গিফট দেওয়ার জন্য একটি চমৎকার আইডিয়া হচ্ছে হাতের ঘড়ি। আর তাই যেকোনো ইভেন্টে আপনি আপনার বন্ধুকে উপহার দিবেন বলে ভেবে থাকলে একটি সুন্দর হাতের ঘড়ি উপহার হিসেবে দিতে পারেন।
২. স্পেশাল বার্থডে কার্ড
ছেলেদের বার্থডে ইভেন্টে যদি আপনি আমন্ত্রিত হয়ে থাকেন তবে তাকে একটি স্পেশাল বার্থডে কার্ড উপহার হিসেবে দিতে পারেন। উক্ত বার্থডে কার্ড উইসহ আরো স্পেশাল কিছু লিখে দিতে পারেন।
৩. গল্পের বই
ছেলেদের দেওয়ার জন্য গিফট আইটেমের তালিকায় আরও একটি দারুন আইডিয়া হচ্ছে গল্পের বই দেওয়া। আপনার ছেলে বন্ধুর যে বিষয়ে আগ্রহ আছে সে বিষয়ক একটি বই উপহার হিসেবে দিন।
৪. পারফিউম
পারফিউম আমাদের প্রত্যেকের বস পছন্দের এবং নিত্য ব্যবহার্য একটি জিনিষ। আর তাই যেকোনো ইভেন্টে আপনি আপনার ছেলে বন্ধুকে এটি উপহার দিতে পারেন।
৫. টি-শার্ট
প্রত্যেক ছেলেরা টি-শার্ট পড়ে থাকে। তাই আপনি যদি আপনার ছেলে বন্ধুকে যেকোনো ইভেন্টে উপহার দিতে চান তবে তার পছন্দ হতে পারে এমন ডিজাইনের একটি টিশার্ট দিন।
৬. সানগ্লাস
ছেলেদের ফ্যাশন সামগ্রীর তালিকায় সানগ্লাস একটি। প্রত্যেক ছেলেরা সানগ্লাস পছন্দ করে থাকে। তাই ছেলে বন্ধুকে উপহার দিয়ে খুশি করতে চাইলে একটি সুন্দর সানগ্লাস দিতে পারেন উপহার হিসেবে।
৭. মানি ব্যাগ
ছেলেদের মানি ব্যাগ এর প্রয়োজন সবসময় থাকে। আর তাই আপনার ছেলে বন্ধুকে কোনো ইভেন্টে উপহার দিবেন বলে ভাবলে মানি ব্যাগ দিতে পারেন।
৮. হেডফোন
হেডফোন একটি দারুন উপহার দেওয়ার আইডিয়া। বাজারে অনেক চমৎকার সব হেডফোন পাওয়া যায়। তার থেকে যেকোনো একটি আপনি আপনার বন্ধুকে দিয়ে দিতে পারেন উপহার হিসেবে।
৯. ফরমাল শার্ট
ছেলেদের গিফট দেওয়ার জন্য একটি উপযুক্ত আইডিয়া এটি। যদি আপনার বাজেট মোটামুটি থাকে তবে আপনি একটি ফরমাল শার্ট উপহার দিতে পারেন। কেবল ৫০০-১০০০ টাকায় একটি ভালো শার্ট আপনি বাজারে পাবেন।
১০. যেকোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট (ছেলেদের কি উপহার দিলে খুশি হয়)
আপনার বন্ধুর যদি মিউজিক এর প্রতি আগ্রহ থাকে তবে আপনি তাকে যেকোনো মিউজিক সামগ্রী উপহার দিতে পারেন। এতে সে সবথেকে বেশি খুশি হবে। তবে এই আইডিয়াটি যাদের বাজেট বেশি তাদের জন্য।
তো এই ছিল আপনাদের জন্য ছেলেদের দেওয়ার মত গিফট আইডিয়া এখান থেকে মেয়েদের কি উপহার দিলে খুশি হয় জেনে নিন। আমি সাজেস্ট করবো আপনার আনকমন আইডিয়া যেইটা মনে হবে সেটাই আপনি আপনার ছেলে বন্ধুকে দিন। এমন সব দারুন ক্যাপশন টিপস পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন।