অর্থনীতি

‘জিরো রিটার্ন’ দাখিল করলে হতে পারে পাঁচ বছর পর্যন্ত জেল: এনবিআরের সতর্কতা

  প্রতিনিধি ১০ অগাস্ট ২০২৫ , ৫:২৩ পিএম প্রিন্ট সংস্করণ

'জিরো রিটার্ন' দাখিল করলে হতে পারে পাঁচ বছর পর্যন্ত জেল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আয়কর রিটার্নে মিথ্যা বা অসত্য তথ্য দেওয়া বা ‘জিরো রিটার্ন’ দাখিল করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন জমা দেওয়ার বিধান আইনে নেই।

এনবিআরের মতে, একজন করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ এবং দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। এই তথ্য শূন্য হিসেবে বা ভুলভাবে উপস্থাপন করা সম্পূর্ণ বেআইনি।

বর্তমান আয়কর আইনের ৩১২ এবং ৩১৩ ধারা অনুযায়ী, যদি কোনো করদাতা তার রিটার্নে মিথ্যা তথ্য দেন, তাহলে তাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। তাই, সকল করদাতাকে সতর্ক করা হয়েছে যেন তারা সঠিক ও স্বচ্ছ তথ্য দিয়ে বার্ষিক আয়কর রিটার্ন জমা দেন। সাধারণত, প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিগত করদাতারা তাদের আয়-ব্যয়ের বিবরণী জমা দিয়ে থাকেন। এই সময়ের মধ্যে সকল করদাতাকে যথাযথভাবে রিটার্ন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।