বিজ্ঞান-প্রযুক্তি

জুলহাসের নতুন উদ্ভাবন: বন্যার ত্রাতা এয়ারবোট

  প্রতিনিধি ১২ অগাস্ট ২০২৫ , ১১:২০ এএম প্রিন্ট সংস্করণ

জুলহাসের নতুন উদ্ভাবন: বন্যার ত্রাতা এয়ারবোট

 

মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস মোল্লা এবার তৈরি করেছেন বিশেষ এক এয়ারবোট, যা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজে ব্যাপক কার্যকর হতে পারে। এর আগে তিনি নিজের তৈরি হালকা বিমান উড়িয়ে সাড়া ফেলেছিলেন, আর এবার তার নতুন এই উদ্ভাবন স্থানীয়দের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করেছে।

পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ২৮ বছর বয়সী জুলহাস তার মেধা ও আগ্রহকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এই ব্যতিক্রমী বোট। এটি সাধারণ নৌকার মতো পানির নিচে প্রপেলার ব্যবহার করে না, বরং শক্তিশালী ফ্যানের মাধ্যমে বাতাসকে কাজে লাগিয়ে পানির উপর চলাচল করে। এতে কচুরিপানা বা অন্য কোনো বাধা থাকলেও বোটের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। এমনকি সামান্য শুকনো জায়গাতেও এটি চলতে পারে।

জুলহাস জানান, এয়ারবোটটিতে একটি ৪২০ সিসির পেট্রোল ইঞ্জিন এবং একটি প্রপেলার ব্যবহার করা হয়েছে। এটি তৈরিতে কাঠের ফ্রেম ও ফাইবারগ্লাস ব্যবহার করা হয়েছে। তার দাবি, এটি বাংলাদেশের প্রথম এয়ারবোট।

স্থানীয়রা বলছেন, এই এয়ারবোট কার্যকর হলে বন্যার সময় মানুষের অনেক উপকার হবে। তারা মনে করেন, জুলহাসের মতো প্রতিভাবান উদ্ভাবকদের পাশে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দাঁড়ানো উচিত। জুলহাসের স্বপ্ন, তার এই প্রযুক্তি দেশের মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা করেন, আরও উন্নত প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে এই এয়ারবোটকে জরুরি ব্যবস্থাপনার জন্য আরও কার্যকর করে তোলা সম্ভব।