বিনোদন

ধূমকেতু’র সাফল্যের মাঝেই কলকাতা ছেড়ে মুম্বাই, বৃষ্টিতে ভেজা শহরে শুভশ্রীর পাশে কে?

  প্রতিনিধি ২০ অগাস্ট ২০২৫ , ৩:৪৩ পিএম প্রিন্ট সংস্করণ

ধূমকেতু'র সাফল্যের মাঝেই কলকাতা ছেড়ে মুম্বাই, বৃষ্টিতে ভেজা শহরে শুভশ্রীর পাশে কে?

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সাম্প্রতিক সিনেমা ‘ধূমকেতু’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। দীর্ঘ ৯ বছর পর প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘ধূমকেতু’ যখন সাফল্যের শিখরে, ঠিক সেই মুহূর্তে শুভশ্রী হঠাৎই কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি জমিয়েছেন। কিন্তু কেন?

শুভশ্রী মুম্বাই গিয়েছেন একটি বিশেষ কাজের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন। মুম্বাইজুড়ে তখন চলছে অবিরাম বৃষ্টি, যার ফলে কার্যত স্থবির হয়ে আছে সেখানকার জনজীবন, বিশেষ করে সিনেপাড়া। বাধ্য হয়ে শুভশ্রী তার কাজের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তানকে ছাড়া তিনি মুম্বাইয়ে একাই সময় কাটাচ্ছেন। তবে তার একাকীত্ব বেশিদিন স্থায়ী হয়নি।

শুভশ্রীকে একা পেয়ে তার প্রিয় বন্ধু, অভিনেত্রী মৌনি রায় ছুটে যান তার কাছে। মৌনি কলকাতার মেয়ে হলেও বহু বছর ধরে মুম্বাইয়ে থিতু হয়েছেন। তিনি শুভশ্রীর মন খারাপের খবর শুনে আর নিজেকে আটকে রাখতে পারেননি, সরাসরি চলে যান বন্ধুর বাড়িতে। এরপর দুই বন্ধু মিলে গল্প, আড্ডা আর খুনসুটিতে মেতে ওঠেন।

শুভশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মৌনি রায়ের সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করেন। ছবিটি যেন মেঘলা গোধূলির এক মুহূর্তকে ধরে রেখেছে। ব্যাকগ্রাউন্ডে দিগন্ত বিস্তৃত সমুদ্রের পাশে ঘন মেঘে ঢাকা আকাশ, আর ব্যালকনিতে দাঁড়িয়ে দুই বন্ধু সেলফি তুলেছেন। ছবিটি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, “আমার বন্ধু, ওয়ান অ্যান্ড অনলি মৌনি রায়।”

কয়েক মাস আগেই শুভশ্রীর অভিনীত আরেক সিনেমা ‘গৃহপ্রবেশ’ মুক্তি পেয়েছিল, যেখানে তার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। এরপর ‘ধূমকেতু’র অভাবনীয় সাফল্য প্রমাণ করে দিয়েছে, শুভশ্রী এখনো দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছেন। এই সাফল্যের মাঝেই কাজের জন্য মুম্বাই গিয়েছিলেন তিনি, কিন্তু বৃষ্টির কারণে আপাতত তাকে ঘরবন্দী হয়েই থাকতে হচ্ছে।

অন্যদিকে, মৌনি রায়ও বলিউডে নিজের অবস্থান বেশ শক্ত করেছেন। ‘নাগিন’ ধারাবাহিকে তার অসাধারণ সাফল্যের পর তিনি ‘দেব কে দেব মহাদেব’-এ পার্বতী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তার অভিনয় ছিল সমালোচকদের কাছে প্রশংসিত।

মুম্বাইয়ের এই অপ্রত্যাশিত বিরতি শুভশ্রী ও মৌনির বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ করে দিয়েছে। দুই বন্ধুর এই বৃষ্টিভেজা দিনের আড্ডা মুহূর্তগুলো তাদের ভক্তদেরও মন জয় করে নিয়েছে।