খেলাধুলা

নতুন করে সাজানো হলো চ্যাম্পিয়নস লিগ: শিরোপার কঠিন পথে কে, আর কে স্বস্তিতে?

  প্রতিনিধি ২৯ অগাস্ট ২০২৫ , ১১:২৩ এএম প্রিন্ট সংস্করণ

নতুন করে সাজানো হলো চ্যাম্পিয়নস লিগ: শিরোপার কঠিন পথে কে, আর কে স্বস্তিতে?

তিন মাস আগে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাস গড়েছিল পিএসজি। সেই ইতিহাস এখন পেছনে ফেলে সবার চোখ সামনের দিকে। গতকাল রাতে হয়ে গেল ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের লিগ পর্বের ড্র। ২০২৬ সালের ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস অ্যারেনায় অনুষ্ঠেয় ফাইনালের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

এই মৌসুমেও ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে পিএসজি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। তবে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ এবং সদ্য ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা চেলসিও শিরোপার জন্য লড়বে। এই দলগুলোর মধ্যে ড্রয়ে কাদের জন্য পথ কঠিন হলো, আর কাদের জন্য সহজ, তা জেনে নেওয়া যাক।

 

আর্সেনাল: অপেক্ষাকৃত সহজ যাত্রা

 

বড় দলগুলোর মধ্যে আর্সেনাল এখনো পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। গত মৌসুমে সেমিফাইনালে উঠলেও ফাইনালে খেলা হয়নি। এবারের ড্রয়ে নকআউট পর্বে ওঠার পথটা তাদের জন্য বেশ সুবিধাজনক। ঘরের মাঠে তারা খেলবে আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সবচেয়ে কঠিন অ্যাওয়ে ম্যাচটি তাদের ইন্টার মিলানের বিপক্ষে। তবে সবচেয়ে বড় স্বস্তি হলো, ৪ হাজার ২০০ মাইল দূরের কাজাখস্তানের কাইরাত আলমাতির বিপক্ষে ম্যাচটি তারা ঘরের মাঠে পেয়েছে।

আর্সেনালের ম্যাচ: বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), কাইরাত আলমাতি (অ্যাওয়ে), ও অ্যাথলেটিক বিলবাও (হোম)।

 

ম্যানচেস্টার সিটি: রিয়াল মাদ্রিদ ছাড়া তেমন কঠিন বাধা নেই

 

২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগজয়ী ম্যানচেস্টার সিটি গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্স করেছিল। কোনো রকমে প্লে-অফে উঠলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়। এবার পেপ গার্দিওলার দলের জন্য পথটা তুলনামূলক সহজ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচটি ছাড়া তাদের সামনে বড় কোনো চ্যালেঞ্জ নেই। ঘরের মাঠে তারা পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, গালাতাসারাই ও নাপোলিকে।

 

লিভারপুল: কঠিন-সহজ মিলিয়ে পথ

 

গত মৌসুমে লিগ পর্বে শীর্ষে থাকলেও শেষ ষোলো থেকে পিএসজির কাছে হেরে বিদায় নেয় লিভারপুল। এবারের লিগ পর্বের পথটি তাদের জন্য কঠিন-সহজ মিলিয়ে। ঘরের মাঠে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। অ্যাওয়েতে ইন্টার মিলান ছাড়া তেমন কোনো বড় চ্যালেঞ্জ নেই।

 

বার্সেলোনা: অ্যাওয়ে ম্যাচে চ্যালেঞ্জ

 

গত মৌসুমে সেমিফাইনালে উঠেছিল বার্সেলোনা। এবার শিরোপাতে চোখ রেখে প্রস্তুত হচ্ছে দলটি। লিগ পর্বে ঘরের মাঠে সবচেয়ে কঠিন ম্যাচটি পিএসজির বিপক্ষে। তবে অ্যাওয়েতে চেলসি ও নিউক্যাসলের বিপক্ষে খেলা বেশ কঠিন হতে পারে।

 

ইন্টার মিলান: নতুন কোচের অধীনে নতুন চ্যালেঞ্জ

 

গত মৌসুমের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হেরেছিল ইন্টার মিলান। সেই হতাশা কাটিয়ে উঠতে তারা এবার নতুন কোচ ক্রিস্টিয়ান শিভুর অধীনে খেলবে। ঘরের মাঠে লিভারপুল ও আর্সেনালের মুখোমুখি হলেও তাদের ইংল্যান্ডে গিয়ে কঠিন ম্যাচ খেলতে হচ্ছে না।

 

পিএসজি: বর্তমান চ্যাম্পিয়নদের কঠিন পথ

 

গত মৌসুমে লিগ পর্বে ভুগেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজি এবার আবার কঠিন প্রতিপক্ষ পেয়েছে। লিগ পর্বের প্রতিটি ম্যাচই তাদের জন্য চ্যালেঞ্জিং। ঘরের মাঠে তারা পেয়েছে বায়ার্ন মিউনিখ, টটেনহাম, নিউক্যাসল ও আতালান্তার মতো কঠিন প্রতিপক্ষ। অ্যাওয়েতে বার্সেলোনা ও লেভারকুসেনের মাঠে খেলা সহজ হবে না। তাই বর্তমান চ্যাম্পিয়নদের বেশ সতর্ক থাকতে হবে।

 

রিয়াল মাদ্রিদ: ইতিহাস সমৃদ্ধ হলেও কঠিন সূচি

 

চ্যাম্পিয়নস লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ কখনো গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি। তবে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এবার তাদের পথটা সহজ নয়। অ্যাওয়েতে লিভারপুলের বিপক্ষে খেলা বেশ কঠিন হবে। নিজেদের মাঠেও তাদের খেলতে হবে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকোর বিপক্ষে। এসব ম্যাচে রিয়াল ফেভারিট হলেও প্রতিটি দলই তাদের সমস্যায় ফেলতে সক্ষম।

 

চেলসি: ক্লাব বিশ্বকাপের পর নতুন চ্যালেঞ্জ

 

সদ্য ক্লাব বিশ্বকাপ জেতা চেলসি চ্যাম্পিয়নস লিগে বাজিমাত করতে প্রস্তুত। তবে তাদের সামনে কঠিন সূচি অপেক্ষা করছে। স্টামফোর্ড ব্রিজে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হবে। অ্যাওয়েতে বায়ার্ন মিউনিখ, আতালান্তা ও নাপোলির মাঠে খেলা বেশ কঠিন হতে পারে।

 

বায়ার্ন মিউনিখ: শীর্ষ আটে যাওয়ার সহজ পথ

 

চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল বায়ার্ন মিউনিখ এবার বেশ শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। চেলসি, পিএসজি ও আর্সেনালের মতো প্রতিপক্ষ থাকলেও সামগ্রিকভাবে তাদের আট ম্যাচ নিয়ে দলটি খুশিই থাকবে। নাটকীয় কিছু না হলে শীর্ষ আটে যাওয়া তাদের জন্য কঠিন হওয়ার কথা নয়।