খেলাধুলা

নেইমারকে রোজারিওতে সতীর্থ হিসেবে চান ডি মারিয়া, মেসি কেন বাদ?

  প্রতিনিধি ২৮ অগাস্ট ২০২৫ , ৯:৪৯ এএম প্রিন্ট সংস্করণ

নেইমারকে রোজারিওতে সতীর্থ হিসেবে চান ডি মারিয়া, মেসি কেন বাদ?

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম পুরোনো ও প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ ‘রোজারিও ক্লাসিকো’-তে সম্প্রতি রোজারিও সেন্ট্রাল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী নিওয়েল’স ওল্ড বয়েজকে ১-০ গোলে হারিয়েছে। এই ম্যাচে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। মে মাসে শৈশবের ক্লাব রোজারিওতে ফেরার পর এটিই ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।

বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি তার দুর্দান্ত পারফরম্যান্সের পর এক সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রোজারিওতে কাকে সতীর্থ হিসেবে পেতে চান? অনেকেই হয়তো ধারণা করেছিলেন, তিনি তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির নাম বলবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ডি মারিয়া নাম নিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এই মন্তব্যের পর থেকেই ফুটবল মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে ডি মারিয়া কেন মেসির পরিবর্তে নেইমারকে বেছে নিলেন, তার একটি সম্ভাব্য কারণ থাকতে পারে। মেসির শৈশবের ক্লাব হচ্ছে নিওয়েল’স ওল্ড বয়েজ, যা রোজারিও সেন্ট্রালের চিরপ্রতিদ্বন্দ্বী। তাই ডি মারিয়া হয়তো মেসির নাম উল্লেখ করা থেকে বিরত থেকেছেন।

নেইমারকে বেছে নেওয়ার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন ডি মারিয়া। তিনি বলেন, “কারণ নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা। আমি তাকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে সম্পর্কটাও চমৎকার এবং এখনো আমাদের মধ্যে যোগাযোগ হয়।” তিনি আরও জানান, নেইমার আর্জেন্টাইন ফুটবলকে কতটা পছন্দ করেন এবং রোজারিও-নিওয়েল’স ম্যাচ উপভোগ করতে কতটা আগ্রহী ছিলেন, সে বিষয়টিও তার জানা।

ডি মারিয়ার মতো নেইমারও ইউরোপ ও সৌদি আরবে দীর্ঘ ক্যারিয়ার শেষে গত জানুয়ারিতে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন। বর্তমানে ৩৩ বছর বয়সী এই তারকা চোটের কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেও ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নামছেন। সম্প্রতি চোট পাওয়ার আগে সান্তোসের হয়ে টানা সাতটি ম্যাচে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। এই মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ছয়টি গোল।

ডি মারিয়া শুধু নেইমারকে সতীর্থ হিসেবে চাওয়ার কথাই বলেননি, বরং ভবিষ্যতে তাকে রোজারিওতে নিয়ে আসার স্বপ্নও দেখেছেন। তিনি বলেন, “সে আমার সঙ্গে খেললে ভালোই হতো। হয়তো পরে তাকে রোজারিওতে আসার জন্য বলার সুযোগ পাব, সেটা হবে দারুণ ব্যাপার।”

পিএসজিতে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন ডি মারিয়া ও নেইমার। এই পাঁচ বছরে তারা ফরাসি ক্লাবটির হয়ে ১১টি ঘরোয়া ট্রফি জিতেছেন। দুজন মিলে পিএসজির হয়ে ১১৬টি ম্যাচে অংশ নিয়েছেন, যেখানে তাদের জয় ৭৮টি, ড্র ১৭টি এবং হার ২১টি। এই সময়ে ডি মারিয়া ২৪টি গোল করার পাশাপাশি ৩৬টি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে, নেইমার ৭৮টি গোল করার পাশাপাশি ডি মারিয়ার সমান সংখ্যক গোলে সহায়তা করেছেন। তাদের পুরোনো এই বোঝাপড়াই হয়তো ডি মারিয়াকে রোজারিওতে নেইমারের মতো একজন বিশ্বমানের তারকাকে সতীর্থ হিসেবে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে।