- আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো বিনদনের জন্য কোন
গেম খেলবেন। যারা বাড়ি বসে আছেন কোন কাজ নেই বাইরে খেলতে ইচ্ছা করে না। মোবাইলে গেম খেলতে
বোরিং লাগে কোন গেম ভালো লাগে না। তারা অবশ্যই আমার উল্লেখিত গেমটি খেলুন খুব মজা পাবেন। গেমটি নাম হলো PUBG । গেমটিতে আছে বিভিন্ন ধরনের মনমুগ্ধকর মুড যে কারনে একজন গেমার খুব আনন্দের সাথে গেমটি উপভোগ করতে পারে। কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন আপডেটের মাধ্যমে গেমটিকে করে তোলে খুবই আকর্শনীয়। এই গেমে থাকছে বিভিন্ন ধরনের ফিউচার ।এবং আপনার এই PUBG গেমের মাধ্যমে আপনারা আপ্নাদের অন্নান্ন বন্ধুদের সাথে ঘরে বসে কথা বলার মাধ্যমে গেমটি উপভোগ করতে পারেন। যেভাবে আপনারা গেমটি ডাউনলোড করবেন তা নিচে আলোচনা করা হলো——
প্রথমে নিচে দেওয়া লিংকটি ক্লিক করবেন তারপর লিংকটি আপনাকে play store এ নিয়ে যাবে
https://play.google.com/store/apps/details?id=com.tencent.ig। অথবা প্রথমে আপনারা play store এ যাবেন তারপর সার্চ অপসানে ক্লিক করবেন সেখানে লিখবেন PUBG Game লেখার পর গেম টি ইন্সটল করবেন এবং তারপর গেম টি open করবেন।তারপর আপনার ফেসবুক আইডি Login করবেন। তারপর আপনার নাম দিবেন। দেওয়ার পর পরি আপনার গেমিং একাউন্ট টি তৈরি হয়ে যাবে।এবং আপনার ফেসবুকে যে স্মস্ত ফ্রেন্ড আছে তাদের যদি PUBG গেমিং একাউন্ট টি থাকে তাহলে আপনি তাদের
সাথে গেমটি উপভোগ করতে পারবেন।গেমটি খেলার সাথে সাথে সেই সমস্ত বন্ধুদের সাথে কথাও বলতে পারবেন।গেমটিতে প্রতিনিয়ত আপডেট আসে যার কারনে গেমটিতে আরও অধিক পরিমাণে মুড আসে তাই
গেমটি আরও উপভোগময় হয়ে ওঠে। গেমে আছে বিভিন্ন ক্যারেক্টর। বিভিন্ন ড্রেস।বিভিন্ন রকমের প্লেস। বিভিন্ন পিস্তল। বিভিন্ন ধরনের ফিউচার। যা একজন গেমারকে ভালোমানের আনন্দ দিতেবসক্ষম।এবং এই সমস্ত ড্রেস, ক্যারেক্টর, বিভিন্ন গ্রাফিক্স ক্রয় করতে পারেন ডায়মন্ড টপআপের মাধ্যমে। PUBG গেম খেলার মাধ্যমে আপনারা আপ্নাদের বন্ধুদের সাথে কথা বলে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন।এবং এই গেমটি খেলার মাধ্যমে আপ্নারা বিভিন্ন অচেনা অজানা মানুষেদের সাথে কথা বার্তা বলে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারবেন। যার মাধ্যমে যেকেউ আনন্দের মাধ্যমে গেমটি উপভোগ করতে পারেবেন। এই গেমের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বার্তা আলাপ আলোচনা করতে পারবেন।
যারা গেম ভালোবাসেন তারা অবশ্যই PUBGগেমটি খেলে দেখবেন।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা কমেন্ট করলে লিখতে আগ্রহি হয়।এবং দোয়া করবেন যেন পরবর্তিতে আরো ভালো কোন পোস্ট নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে।
How Triptii Dimri Became India’s New National Crush?
Over the past couple of years, we've seen Triptii Dimri emerge as one of the most talented young actresses in...