বিনোদন

প্রতারণার কান্না থেকে ওমরাহর পুণ্য: অপু বিশ্বাসের মানবিকতায় মুগ্ধ দেশ

  প্রতিনিধি ২০ অগাস্ট ২০২৫ , ১১:৪২ এএম প্রিন্ট সংস্করণ

প্রতারণার কান্না থেকে ওমরাহর পুণ্য: অপু বিশ্বাসের মানবিকতায় মুগ্ধ দেশ

গত কোরবানির ঈদের সময়টা ছিল নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের কৃষক রইস উদ্দিনের জন্য এক চরম হতাশার মুহূর্ত। নিজের পোষা গরু বিক্রি করতে এসে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে তিনি প্রতারণার শিকার হয়েছিলেন। ক্রেতার কাছ থেকে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। এই নির্মম প্রতারণায় তার চোখে নেমে এসেছিল অঝোর ধারার জল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ছুঁয়ে যায় গোটা দেশের হৃদয়। রইস উদ্দিনের সেই কান্নায় কেঁদেছিল পুরো দেশ।

কিন্তু এই দুঃখের গল্পটিই হয়ে উঠলো এক মানবিকতার দৃষ্টান্ত। রইস উদ্দিনের অসহায়ত্বের খবরটি নজরে আসে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। শুধু সহানুভূতি দেখিয়েই তিনি ক্ষান্ত হননি, বরং তাকে সহায়তা করার জন্য এগিয়ে আসেন। অপু বিশ্বাসের উদ্যোগে এবং তার আর্থিক সহযোগিতায় রইস উদ্দিনকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হয়। গত ২৫ জুলাই তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা হন। এই মানবিক উদ্যোগের পেছনে ছিল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠন, যারা প্রথম ধাপে রইস উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছিল।

সম্প্রতি রইস উদ্দিন ওমরাহ পালন করে দেশে ফিরে এসেছেন। পুণ্য ভূমি থেকে ফেরার পর তিনি অপু বিশ্বাসকে তার গ্রামের বাড়ি, অর্থাৎ নাটোরের সিংড়ায় আমন্ত্রণ জানান। অপু বিশ্বাসও তার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) অপু বিশ্বাস তার ফেসবুক আইডি থেকে একটি লাইভ করেন, যেখানে তাকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন। রইস উদ্দিনও তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। গ্রামের সহজ-সরল মানুষজন তাদের প্রিয় নায়িকাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমায়। অপু বিশ্বাসের এই মানবিকতার ছোঁয়া পেয়ে সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠে।

লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, “রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।” তার এই মানবিক কাজে মুগ্ধ হয়ে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, “ভালোবাসার একটা মানুষ।” আবার কেউ মন্তব্য করেছেন, “অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালো থাকুন।” অনেকেই অপুকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।” একজন ভক্ত অপু বিশ্বাসের জন্য দোয়া চেয়ে লিখেছেন, “মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক। আমিন।”

অপু বিশ্বাসের এই পদক্ষেপ শুধু রইস উদ্দিনকেই নয়, বরং সমাজের হাজারো মানুষকে আশার আলো দেখিয়েছে। একজন তারকার জীবন কেবল গ্ল্যামার আর আলোর ঝলকানিতেই সীমাবদ্ধ নয়, বরং তারা চাইলে সমাজের মানুষের পাশেও দাঁড়াতে পারেন—অপু বিশ্বাস যেন এটাই প্রমাণ করলেন। জাল টাকার প্রতারণা থেকে শুরু হওয়া রইস উদ্দিনের গল্পটি এখন ওমরাহর পুণ্য এবং অপু বিশ্বাসের ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে মানুষের মনে গেঁথে থাকবে।