বিনোদন

প্রিন্স মামুনের সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে মুখ খুললেন লায়লা

  প্রতিনিধি ২৮ অগাস্ট ২০২৫ , ১০:১৯ এএম প্রিন্ট সংস্করণ

প্রিন্স মামুনের সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে মুখ খুললেন লায়লা

টিকটক প্ল্যাটফর্মে পরিচিত মুখ লায়লা আখতার ফরহাদ ও প্রিন্স মামুন। সম্প্রতি প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার করা মামলাকে কেন্দ্র করে এই দুই টিকটকারের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় এসেছে। লায়লা অভিযোগ করেছেন, প্রিন্স মামুন তাকে মারধর ও হত্যাচেষ্টা করেছেন। এই মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালীন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে নিজের জবানবন্দি রেকর্ড করার পর সাংবাদিকদের মুখোমুখি হন লায়লা। সেখানেই তিনি প্রিন্স মামুনের সঙ্গে তার বয়সের ব্যবধান এবং তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত কথা বলেন।

লায়লা জানান, প্রিন্স মামুনের সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ২৫ বছর। প্রিন্স মামুনের বয়স ২৫ এবং লায়লার ৫০। লায়লা বলেন, ‘আমাদের বয়সের পার্থক্য ২৫ বছর। ওর বয়স এবার ২৫ হবে, আমার ৫০ বছর।’

মামলার প্রসঙ্গে প্রিন্স মামুনের বক্তব্য ছিল, তিনি লায়লাকে চেনেন না। এর উত্তরে লায়লা বলেন, ‘আসলে না চেনারই কথা। কারণ যখন কারো মধ্যে দ্বন্দ্ব হয়, তখন আমরা পরিচিত মানুষকেও চিনতে চাই না। যদি সে চিনতে চাইতো, তাহলে আমাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক থাকত। কিন্তু সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার জীবনে এসেছিল। তার উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পর সে চলে গেছে। তাই চলে যাওয়ার পর আর মনে রাখার প্রয়োজন নেই।’

সম্পর্কের বিষয়ে লায়লা আরও জানান, এই মুহূর্তে প্রিন্স মামুনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে আগে তারা বাগদত্তা ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লায়লা বলেন, ‘আগে সে আমার বাগদত্তা ছিল।’

তবে এর ঠিক বিপরীত কথা বলেছেন প্রিন্স মামুনের মা। তিনি দাবি করেছেন, লায়লা এবং প্রিন্স মামুন ভাই-বোন ছিলেন। এর উত্তরে লায়লা বলেন, ‘২০২২ সালে তার মায়ের বক্তব্যে তিনি আমাকে প্রিন্স মামুনের বউ হিসেবে দাবি করেছেন। এখন পাঁচ বছর পর যদি ভাই-বোন দাবি করেন, তাহলে আমার আর কিছু বলার নেই।’

লায়লাকে লক্ষ্য করে আরেকটি প্রশ্ন করা হয়, কেন তার টার্গেট সব সময় কম বয়সী ছেলেরা? এর জবাবে তিনি বলেন, ‘আপনি টার্গেট বলতে যা বোঝাচ্ছেন, প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্কের আগেও আমি বিবাহিত ছিলাম। সেখানে আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় ছিলেন। হয়তো যাদের সঙ্গে আমি ভিডিও করি, তারা কম বয়সী। কিন্তু যাদের সঙ্গে ভিডিও করি তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।’

এই ঘটনা আবারও প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়ার তারকাদের জীবন সব সময় পর্দার মতো মসৃণ হয় না। জনপ্রিয়তার আড়ালে ব্যক্তিগত সম্পর্ক, আইনি লড়াই এবং বিতর্ক প্রায়শই সামনে আসে। লায়লা ও প্রিন্স মামুনের এই ঘটনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে এবং একই সাথে সম্পর্ক এবং বয়সের ব্যবধান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।