বিনোদন

প্রেমিকা সাবাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক: প্রতি মাসে ভাড়া ৭৫ হাজার রুপি

  প্রতিনিধি ২৮ অগাস্ট ২০২৫ , ১০:৪২ এএম প্রিন্ট সংস্করণ

প্রেমিকা সাবাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক: প্রতি মাসে ভাড়া ৭৫ হাজার রুপি

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান ও তার প্রেমিকা সাবা আজাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় আলোচনার শেষ নেই। এবার তাদের সম্পর্ক আরও গভীর হলো। হৃতিক রোশান নিজের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন প্রেমিকা সাবা আজাদকে। এর মাধ্যমে তাদের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের জুহুতে অবস্থিত একটি সি-ফেসিং বিলাসবহুল ফ্ল্যাট সাবাকে ভাড়া দিয়েছেন হৃতিক। যদিও এই সম্পর্ক নিয়ে তাদের কোনো লুকোচুরি ছিল না, তবুও এই পদক্ষেপ তাদের পারস্পরিক বিশ্বাস এবং ঘনিষ্ঠতাকে আরও সুদৃঢ় করেছে।

 

ফ্ল্যাটের বিবরণ ও চুক্তি

 

জানা গেছে, হৃতিক রোশানের এই ফ্ল্যাটটি জুহু-ভারসোভা লিংক রোডের মান্নত অ্যাপার্টমেন্টে অবস্থিত। এটি কোনো সাধারণ ফ্ল্যাট নয়, বরং এটি একটি ডুপ্লেক্স ফ্ল্যাট যা দুটি ফ্লোর নিয়ে গঠিত। ২০২০ সালে হৃতিক এই ভবনে মোট তিনটি ফ্লোর কিনেছিলেন ৯৭.৫ কোটি রুপি দিয়ে। এই ফ্ল্যাটটির আয়তন প্রায় ১২ হাজার বর্গফুট। সাবা আজাদ এক বছরের জন্য এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন এবং প্রতি মাসে ৭৫ হাজার রুপি ভাড়া দেবেন। চুক্তি অনুসারে, গত ৪ আগস্ট, এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং নথিতে উল্লেখ রয়েছে যে সাবা ১ লাখ ২৫ হাজার রুপি জামানত হিসেবে জমা দিয়েছেন।

 

সম্পর্ক ও গুঞ্জনের ইতি

 

হৃতিক ও সাবার প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকে তাদের সম্পর্ক নিয়ে কোনো গোপনীয়তা ছিল না। গত বছর তাদের ব্রেকআপের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, তারা দুজনেই সেই সব গুঞ্জন উড়িয়ে দেন। সম্প্রতি, ২০২৩ সালকে স্বাগত জানাতে এই জুটি দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন। সে সময় তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়, যদিও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।

হৃতিক রোশান এক দশকেরও বেশি সময় আগে সুজান খানের সঙ্গে তার ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এরপর বিভিন্ন সময়ে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, সাবার সঙ্গেই তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। হৃতিকের পরিবারও সাবাকে আপন করে নিয়েছে এবং তিনি এখন তাদের পরিবারের একজন সদস্যের মতো।

 

সাবা আজাদের পরিচয়

 

সাবা আজাদ একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি পেশায় একজন মডেল, গায়িকা এবং অভিনেত্রী। ২০০৮ সালে তিনি ‘দিল কাবাডি’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম পা রাখেন। এরপর তিনি ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ (২০১১) এবং ‘ফিলস লাইক ইশক’ (২০২১)-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও, তিনি বেশ কিছু শর্ট ফিল্মে কাজ করেছেন এবং থিয়েটারে পরিচালনার দায়িত্বও পালন করেছেন। গানের জগতেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে।

ব্যক্তিগত জীবনে, সাবা এর আগে অভিনেতা নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাদের লিভ-টুগেদার সম্পর্কও ছিল। তবে, কয়েক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরই তিনি হৃতিক রোশানের সঙ্গে সম্পর্কে জড়ান। এই নতুন ফ্ল্যাট ভাড়া নেওয়ার ঘটনা তাদের সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থায়ী করেছে বলে মনে করছেন অনেকেই।