আসসালামু আলাইকুম, সবাই কেমন, আসা করি ভালো আছেন। কিছু অসামাজিক মানুষদের জন্য আজ আমাদের এই পর্যায়ে আসতে হয়েছে। প্রচ্চিম সংস্কৃতি আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে তার জ্বলন্ত প্রমান হলো ওপরের ছবিটি। এটা ইউরোপ, আমেরিকার কোন দৃশ্য না।
ছবিটি আমাদের রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তোলা। গত ২৬ই। ডিসেম্বর হাতিরঝিলে দেখা গেছে, একজন নারী একজন পুরুষকে নিয়ে এভাবে হেঁটে বেড়াচ্ছে। যাকে ‘হিউম্যান ডগ’ বা মানবকুকুর। বলা হয়ে থাকে। (আস্তাগফিরুল্লাহ) আল্লাহ ওয়াতাআ’লা মানবজাতিকে আশরাফুল মাখলুকাত। (সৃষ্টির সেরাজীব) হিসেবে সৃষ্টি করেছেন। একজন আদমসন্তানকে এই রুপে দেখতে হবে, এটা কল্পনা করাও যায়না। এটি পুরো মানবজাতির জন্যা অপমান । এটা পুরুষ নির্যাতন এর শামিল। এই সর্বোচ্চ শাস্তির দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে বলে ফেসবুকে হাজারো যোষ্টের ডল পরেছে । এবং এই নারিটি কে এবং কেন। এমন করছেন। তিনি আসলে কি চান। এবং কিছু মিডায়তে এর ভিডিও ভাইরাল হয়েছে, তাতে কমেন্ট এসেছে এর শাস্তি খুব দ্রুত হওয়ার চাই বলে কমেন্ট করেছেন ফেসবুক গ্রুপে।।।।
Radhe Shyam: Udd Jaa Parindey Watch
Young stars Prabhas and Pooja Hegde are playing the lead roles in the upcoming Telugu film Radhe Shyam. Photo director...