বেকার জীবন মানে এক অভিশপ্ত জীবন।করোনা মহামারি দিয়ে অনেক লোকই হয়ে পড়েছে বেকার।কেউ চাকরি হারিয়েছে,কেউবা ব্যবসা।আবার কেউ প্রবাস জীবন হরিয়ে দিশেহারা।জীবনের এই ক্লান্তিলগ্নে প্রয়োজন কর্মের।তাই বলছি ঘরে বসে কর্ম করুন।জীবনে জড়িয়ে ফেলুন অনলাইন আর্নিংকে।ফেসবুক মার্কেটিং এমন একটি বিজনেস ফ্লাটফর্ম।
ফেসবুক মার্কেটিং করে ইনকাম বা আয় করার কিছু জাদুকরি টিপস
আপনার কর্মের দক্ষতাই পারে আপনাকে সাফল্যের দুয়ারে পেীছে দিতে।অর্থাৎ দক্ষতা যত বেশি আয় ও তত বেশি।কিন্তু ফেসবুক মার্কেটিং করতে কি ধরনের দক্ষতা দরকার তা অনেকের কাছেই অজানা।আসুন জেনে নেওয়া যাক সেই অজানা দিকগুলোঃ-
- আপনার কমপক্ষে চার হতে পাঁচটি ফেসবুক একাউন্ট থাকতে হবে।
- একাউন্টগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে।
- প্রত্যেক একাউন্ট হতে প্রতিদিন পাঁচটি ইউএসএ গ্রপে জয়েন করতে হবে
- মনে রাখবেন প্রতিদিন পাঁচটি গ্রপের বেশি জয়েন হওয়া যাবেনা।
- যে গ্রপে বেশি সংখ্যক সদস্য রয়েছে,ঠিক সেই গ্রপ গুলোতে জয়েন করবেন।
- ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই মাস্কিং শিখতে হবে।কেননা অনেক সময় ফেসবুক বিভিন্ন পোস্টে স্প্যাম দেখায়।
- টাকার বিনিময় আপনি অন্য কোম্পানির কন্টেন্ট বা পেজ আপনার পেজ/প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন। আপনার শেয়ার করা পোস্ট হতে যদি নির্দিষ্ট পরিমাণ পন্য বিক্রি হলে আপনি শর্তানুযায়ী কমিশন পাবেন।
- আপনি আপনার নিজস্ব ব্লগার সাইট,ইউটিউব সাইটেও কোম্পানীর পণ্য বা সেবাগুলো প্রচার করতে পারেন।এভাবেই আপনি অর্থ উপার্জন ও করতে পারেন।
- পাশাপাশি আপনাকে ফটোশপ সম্পর্কে ও ধারণা লাভ করতে হবে।কারণ অনেক সময় পণ্যের ছবি প্রক্রিয়াকরণ করতে হয়।
- ইউআরএলগুলো সংক্ষেপ করতে চেষ্টা করুন
- ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন টিটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখুন।
আসুন আমরা অযথা সময় নষ্ট না করে সাবলম্বি হই।বেকার ও অভিশপ্ত জীবন হতে মুক্তি লাভ করি।নিজে প্রতিষ্ঠিত হয়ে সমাজ তথা দেশ ও দশের স্বার্থে কাজ করি।
গড়ে তুলি বেকার মুক্ত জীবন।