বিনোদন

বিগ বসে প্রবেশ করেই চমক, ৮০০ শাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তনয়া মিত্তালের বিস্ফোরক মন্তব্য!

  প্রতিনিধি ২৯ অগাস্ট ২০২৫ , ১:৪০ পিএম প্রিন্ট সংস্করণ

বিগ বসে প্রবেশ করেই চমক, ৮০০ শাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তনয়া মিত্তালের বিস্ফোরক মন্তব্য!

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন শুরু হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে। এবারের আসরটি যেন শুরু থেকেই আলোচনার কেন্দ্রে। প্রতিযোগীদের হাই-প্রোফাইল তালিকা যেমন নজর কেড়েছে, তেমনি তাদের মধ্যে একজন নিজের বিলাসবহুল জীবনযাত্রা ও অদ্ভুত মন্তব্যের মাধ্যমে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। তিনি আর কেউ নন, জনপ্রিয় উদ্যোক্তা ও অনলাইন ইনফ্লুয়েন্সার তনয়া মিত্তাল

বিগ বসের ঘরে প্রবেশ করেই তনয়া এমন কিছু মন্তব্য করেছেন যা শুনে অনেকেই হতবাক। তিনি জানিয়েছেন, এই রিয়েলিটি শো-তে তিনি নিজের বিলাসবহুল জীবনযাপন থেকে এক চুলও সরতে চান না। তাই প্রায় ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছেন! শুধু তাই নয়, তনয়া জানান, তিনি প্রতিদিনের জন্য তিনটি করে শাড়ি বেছে রেখেছেন, যা তিনি দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করবেন। তার এই ঘোষণা শুনে বিগ বসের সেটে উপস্থিত সবাই বেশ অবাক হন।

তনয়ার চমক এখানেই শেষ নয়। প্রথম দিনেই নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তিনি কিছু বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, তার দেহরক্ষীরা নাকি কুম্ভ মেলায় ১০০ জনের জীবন বাঁচিয়েছিল, এমনকি পুলিশকেও সাহায্য করেছিল। এই কারণেই তিনি আজ নিরাপদে বিগ বসের মঞ্চে উপস্থিত হতে পেরেছেন। তনয়া আরও বলেন, তাদের পরিবারে দীর্ঘ দিন ধরে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা প্রচলিত। তারা ব্যক্তিগত কর্মী ও নিরাপত্তা নিয়েই চলাফেরা করতে অভ্যস্ত।

এবারের বিগ বস সিজন ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ারে সালমান খান মোট ১৯ জন প্রতিযোগীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই তালিকায় রয়েছেন অশনুর কৌর, জিশান কাদরি, নাগমা মিরাজকর, আয়েশ দারবার, নেহাল চুড়াসামা, অভিষেক বাজাজ, বাসির আলি, গৌরব খান্না, নাতালিয়া জানোসেক, প্রণীত মোরে, ফারহানা ভাট, নীলম গিরি, কুনিক্কা সুদানন্দ, আমাল মালিক এবং মৃদুল তিওয়ারি। তবে প্রথম পর্বেই সবাইকে হতাশ করে বাদ পড়েছেন ফারহানা ভাট।

জনপ্রিয়তার শিখরে থাকা ‘বিগ বস ১৯’ এখন থেকে প্রতিদিন রাত ৯টায় জিও হটস্টার এবং রাত সাড়ে ১০টায় কালারস টিভিতে দেখা যাবে। তনয়া মিত্তালের মতো প্রতিযোগীদের আরও অনেক চমক দেখতে দর্শকরা এখন থেকেই অপেক্ষায় আছেন। এবারের সিজন বিগ বসের ইতিহাসে নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।