বলা হয় পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানিই অনেক সময় মৃতুর কারণ হয়ে দাড়ায়।
পানি এমন একটি খনিজ পদার্থ যা সহজ পঁচেনা। কিন্তু পানি যে পাত্রে ধারণ করা হয় সেই পাত্রের গুনাগুন প্রভাব পড়ে পানির উপর ফলে সেই পাত্রের কারণে পানি ও হয় বিষাক্ত। যেমন প্লাস্টিকের বোতল জাত পানি।
প্লাস্টিক বােতলজাত পানির (Mineral water) ব্যবহার ও বাড়ছে।
কিন্তু একেক ধরনের প্লাস্টিক তৈরি হয় একেক কাজে। এর কোনােটা মানবদেহের জন্য ক্ষতিকর না হলেও কিছু প্লাস্টিক আমাদের জন্য বড়
ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। প্লাস্টিকের পানির বােতলের গায়ে মােড়ানাে কাগজে পানির গুণাবলি লেখা থাকে। একই সঙ্গে যে ধরনের প্লাস্টিক দিয়ে বােতল তৈরি করা হয়, সেটাও লেখা থাকে। আবার প্রতিটি প্লাস্টিকের বােতল বা কনটেইনারের নিচে ত্রিভূজের মধ্যে কিছু নম্বর দেয়া থাকে।
এই ছবিটিতে দেখুন।
পানির বােতলে প্লাস্টিক ব্যবহার করা হলে বােতলের মােড়কে তিনটি ঘূর্ণমান তিরচিহ্ন বা
Recycle sign থাকে।
আমরা যখন পানির বােতল কিনি, তখন বােতলের গায়ে কোন রিসাইকেল কোডটি ব্যবহার করা হয়েছে, সেটি ভালােভাবে লক্ষ করা
উচিত। যে প্লাস্টিকগুলাে মানুষের শরীরের জন্য ক্ষতিকর, সেসব ব্যবহার
করে যদি কোনাে বােতল তৈরি করা হয়, তাহলে সেটা বর্জন করতে
হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
১/ যে সকল বোতলেরর তলায় ত্রিভুজাকৃতির মাঝে ১ লিখা থাকে এর দ্বারা উদ্দেশ্যে হচ্ছে PET (Polyethylene
terapthalate) কে বুঝানো।
স্বচ্ছতার কারণে পেট (PET) প্লাস্টিক বােতলের ব্যবহার বেশি।
সাধারণত পেট বােতল একবারের
বেশি ব্যবহার না করাই ভালো। সে কারণেই এ
ধরনের বােতলে একটি ত্রিভুজের মধ্যে ১ লেখা
থাকে। কারন বারবার ব্যবহার করার ফলে এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মে।
২/
যে সকল বোতলের তলায় ত্রিভুজাকৃতির মাঝে ২ চিহ্ন থাকে এগুলো দ্বারা উদ্দেশ্যে হলো HDPE (High-density
polyethylene) কে বুঝানো।
সাধারণত ডিটারজেন্ট, জুস, শ্যাম্পু , টয়লেট ক্লিাবের বোতল এই প্লাস্টিক দিয়ে তৈরি
হয়। তবে অনন্য প্লাস্টিক বােতলের সঙ্গে তুলনা
করলে এ বােতলের পানিই সবচেয়ে নিরাপদ।
উচ্চতাপে প্রায় বিক্রিয়া করেনা বললেই চলে। এ ধরনের বােতলের গায়ে একটি
এিভুজের মধ্যে ২ লেখা থাকে। মানে দুই বছরের বেশি বােতলটি ব্যবহার
না করাই ভালো
৩/ যে সকল বোতলের তলায় ত্রিভুজাকৃতির মাঝে ৫ চিহ্ন থাকে এগুলো pp বা পোলি প্রোপিলিন প্লাস্টিকের তৈরী।
PP বিশ্বের নামকরা ব্রান্ডের পানির বোতল pp দ্বারা তৈরি। এ ছাড়া আইসক্রিম ইয়ােগার্টর পাত্র, ওষুধের বােতল, সিরাপ
বা সসের বােতলে এ প্লাস্টিকের
কনটেইনারে এই চিহ্ন
থাকে।
৪/ যে সকল বোতলের তলায় ত্রিভুজাকৃতির মাঝে ৬ লিখা থাকে সেগুলো PS (Polystyrene) দিয়ে তৈরী।
সাধরণত ফাষ্ট ফুডি কেসিং বা কফি
কাপ তৈরীতে ব্যবহার হয়।ব্যবহার করা উচিত নয় এ ধরনের পাত্র।এগুলো বেশি ব্যবহার করা উচিত নয়।
৫/ PVC (Polyvinyl chloride)
সাধারণত প্লাস্টিকের পাইপ,
তেলের বােতল তৈরীতে
বহুলতাবে ব্যবহৃত হয়। এই বােতলের পানি
পান একদমই উচিত নয়।
৬/ যে সকল প্লাস্টিকের তলায় ৭ লেখা থাকে সেগুলো ব্যবহার জন্য মারাত্মক ক্ষতিকর।
তাই আমাদেরকে এই সকল বোতল ব্যবহার করার ক্ষেত্রে সচেতন হতে হবে।