সত্যি বলতো প্রিয়া ভালোবাসার দিনটি কোনটা?
আমার বোকা তাও জানোনা ফেব্রুয়ারি চৌদ্দ – তারিখটা
আমি জানি সব জানি, কেবল বলতে পারি না,
বলার জন্য মন দিয়েছে দেয়নি তো কাউকে বুঝাতে।
পঁচিশ বছর ধরে হাঁটছি বলেনি তো কেউ ভুলেও,
অপেক্ষা কর পথচারী আমার কথা শুনে যেও।
আমাকে তোমার সঙ্গে নিবে, নিবে আমার মধুর হাসি,
যে হাসিটা তুমি দিয়েছো দেখেছে নদীর জল রাশি।
তুমি হলে মনের অরণ্য গজায় সবুজ পাতা,
পাখিরা যেন গেয়ে শোনাই ভালবাসার বার্তা।
ফুলের কাছে ভোমরা হয়ে আসব আমি উড়ে,
সারাদিন পাশে থাকব ফেব্রুয়ারি চৌদ্দ তারিখে।
বলেনি তো কেউ মোরে এমন ভালবাসার কথা,
সে কারণেই ভুলতে বসেছি ভ্যালেন্টাইন ডে কথা।
বাড়ির উঠানে বসে মা ফোনে বলে কি করছিস খোকা,
কেমন আছিস সোনা আমার নিজের খেয়াল রাখিস বাবা।
মা আরো বললো-বোকা ছেলে ভুলে গেছিস কথা,
Siam Ahmed opened the channel in his own name
The era has changed. A lot has changed over time. The world is now in the grip of the unimaginable...