প্রতিনিধি ১০ অগাস্ট ২০২৫ , ৫:০১ পিএম প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আমলে নিয়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রোববার (১০ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
গ্রেপ্তারকৃত রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আগামী ১৭ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পলাতক অপর চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই চার আসামি হলেন— খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
গত বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ এবং সাইমুম রেজা তালুকদার। এর আগে, গত ৩১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হয়।
আওয়ামী লীগ সরকারের সময় হাবিবুর রহমান একজন প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ৭ আগস্ট তাকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করা হয় এবং এরপর ১৩ আগস্ট তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থান দমনে মারমুখী ভূমিকা পালনসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তিনি একাধিক হত্যা মামলারও আসামি।