আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন রয়েছেন আপনারা সকলে? আশা রাখছি সকলের বেশ ভালই রয়েছেন। সবাই সবার অবস্থানে ভালো থাকুন সুস্থ্য থাকুন। চুলকে নারী এবং পুরুষের সৌন্দর্য্যের এবং ঐশ্বর্য্যের প্রতীক হিসেবে ধরা হয়। এই চুলকে ঘিরে লেখা হয়েছে কত ধরনের কবিতা, কত ধরনের গল্প, গান, উপন্যাস ইত্যাদি। মেয়েদের চুলের প্রশংসা –
বিভিন্ন কবি সাহিত্যিক মেয়েদের চুলের প্রশংসায় করেছেন নানান উক্তি। এক প্রকার অলঙ্কার মেয়েদের চুল বলে উপাধিও দিয়েছেন বটে। তাদের প্রশংসার ভাষাটা ছিল দারুন, শুনলেই যেনো মনের মধ্যে গভীর অনুভূতির সৃষ্টি হয়। তবে আজকের আর্টিকেলেও আমরা মেয়েদের চুল নিয়ে উক্তি শুনবো কয়েকটা। কবি সাহিত্যিক দের বলা উক্তি শুনে কেমন চলে যেতাম অনুভূতির দেশে ঠিক এখনও চেষ্টা করবো এমন অনুভূতিতে প্রবেশ করতে। অনেক কথা হয়ে গেলো আসুন এবার কয়েকটি মজার মজার এবং রোমান্টিক প্রশংসা সম্পর্কিত উক্তি শুনে নেওয়া যাক।
মেয়েদের চুলের প্রশংসা সম্পর্কিত স্ট্যাটাস ও ছোটো গল্পঃ
১. “যে কোনো নারীর জন্য সবচেয়ে সুন্দর মেকআপ হল তার প্রাকৃতিক চুল এবং প্রাকৃতিক সৌন্দর্য।”
২. তোমার খোলা চুলে নিশ্চই যাদু আছে,
কেন জানিনা সবসময় এই খোলা চুলের সুগন্ধ আমায় অনুভূতির সাগরে ডুবিয়ে রাখে।
৩. কে বলেছে তুমি সুন্দরী নও?
মনে রাখবে, যতক্ষণ তোমার মাথায় এত সুন্দর ঐশ্বর্য্যের প্রতীক রয়েছে ততক্ষণ তুমিই সবচেয়ে সুন্দরী কেউ। কারণ চুল যে সৌন্দর্য্য এর প্রতীক।
৪. হেমিলনের বাঁশিওয়ালা আর তোমার চুলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনা।
কারণ যখনোই তুমি খোলা চুলে রাস্তা দিয়ে হেঁটে যাও তোমার খোলা চুলের জাদুতে শহরের সব ছেলেরা তোমার পিছু পিছু যায়।
৫. তোমার মাথায় এক একটা চুল যেন এক একটা বইয়ের পাতা।
৬. মেয়েদের মাথার চুল হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তাই মূল্যবান সম্পদের যত্ন নেওয়া মেয়েদের কর্তব্য।
৭. তোমার চুলের গভীরতায় প্রতিনিয়তই যেনো হারিয়ে যাই,
কেন বলতো? কি যাদু আছে তোমার এই খোলা চুলে, সত্যি করে বলোতো একবার।
৮. যদি বলো তোমার চুলের ক্ষমতা কতটা,
তবে বলবো, অন্ধকারের মাঝেও আলো জ্বালানোর মত।
৯. তুমি লম্বা চুলে খোঁপা বেঁধে সামনে দাড়ালে মনে হবে কোনো রূপকথার দেশের রাজকন্যা সামনে এসে দাঁড়িয়েছে আমার।
১০. বলবে কি আমায়? তোমার এই সুন্দর চুলের কথা ।
১১. ধরো যদি এক পড়ন্ত বিকেলে তোমারি রেশমি চুলের মায়ায় জড়িয়ে, হারিয়ে গেলাম অজানায়।
১২. যদি বলো, তোমার চুলে কেন এত মুগ্ধ,
তবে বলবো, মুগ্ধ হওয়ার জন্যই তো তোমার এই রেশমি চুল রয়েছে, মুগ্ধ তো হবই।
১৩. সৌন্দর্য্যের জন্যে মেকাপ করার দরকার হয়না,
খোলা চুলের মায়াতেই অপরূপ সুন্দর হয়ে উঠ তুমি।
এই ছিল আপনাদের জন্য মেয়েদের চুলের প্রশংসা সম্পর্কিত স্ট্যাটাস / ছোট ছোট গল্প, আসা করছি ভালো লেগেছে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।