যুক্তরাষ্ট্রের গবেষণায় করোনা পরিস্থিতি নিল নতুন মোড় :
কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভাল আছেন। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের এক গবেষণায় করানো ভাইরাস সংক্রমণের নতুন এক তথ্য উঠে এসেছে যা শুনলে আপনিও চমকে যাবেন। এই তথ্য এর মাধ্যমে এতদিন ধরে আমরা করোনা ভাইরাস সম্পর্কে যা জেনে এসেছি তা সম্পূর্ণ বদলে দেবে এবং নতুন আঙ্গিকে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জানাবে। তবে চলুন জেনে নিই কোন ভাইরাস সংক্রমণের কি নতুন তথ্য উঠে এসেছে-
এত তুহিন ধরে আমরা জানতাম যে করোনা ভাইরাস মাটিতে বা বিভিন্ন বস্তুতে তিন দিন ধরে বেঁচে থাকতে পারে এবং সে জন্য আমাদেরকে প্রতিটি ধাতব বস্তু জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করার একটি নির্দেশনা দিয়ে এসেছিল জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা w.h.o । কারণ বিভিন্ন বস্তু থেকে করোনাভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার একটা ঝুঁকি ছিল কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বা সিডিসি এই ধারণা পাল্টে দিয়েছে তাদের মতে করোনাভাইরাস প্রাণী থেকে প্রাণীর মাধ্যমে বেশি ছড়ায়। জড় বস্তু থেকে করোনা ভাইরাস সংক্রমণের ভয় কম। করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এই সম্পর্কিত গবেষণায় নতুন ভাবে গবেষণা করতে গিয়ে তারা এ তথ্য হালনাগাদ করেছেন। সিডিসি এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলে যে, নানা রকম যাচাই-বাছাই ও পরীক্ষার পর করোনা ভাইরাস বা কোভিড 19 ছড়ানোর প্রক্রিয়া নিয়ে নির্দেশনা গুলো তারা হালনাগাদ করেছে। এছাড়াও তারা বলেছেন যে , করোনাভাইরাস এর উপস্থিতি আছে এমন বস্তু পৃষ্ঠ তল স্পর্শ করার পর কেউ নিজের মুখে বানাকে বাচকে স্পর্শ করলে আক্রান্ত হতে পারেন কিন্তু এই বিষয়গুলো করা ভাইরাস ছড়ানোর মূল কারণ হিসেবে তারা মনে করেন বা মনে করছেন না। তাদের ধারণা বিশ্বব্যাপী ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে একমাত্র মানুষই দায়ী মানুষ থেকে মানুষে এভারেস্ট খুব বিপদজনক ভাবে ছড়িয়ে পড়ছে। করোনাভাইরাস মূলত প্রাণী দেহকে প্রচন্ড পরিমানে আকর্ষণ করে তাই এই ভাইরাসটির ছলনায় পিছনে মূল দায় আসলে প্রাণীদের। কথা বলার সময় বা হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখ থেকে বের হওয়া অতি ক্ষুদ্র কণা বাতাসে ভেসে কিছু দূরত্ব অতিক্রম করতে পারে এই ভাইরাস । করোনা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির উপসর্গ না থাকলেও ওই জলকণা বাতাসের মাধ্যমে ভাইরাসটি কমপক্ষে 6 ফুট পর্যন্ত যেতে পারে এবং ওই দূরত্বের মধ্যে থাকা মধ্যে থাকে কোন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে এই ভাইরাস।
তবে যুক্তরাষ্ট্রের এই হালনাগাদ টি অনেক বিশেষজ্ঞই মেনে নিতে পারছেন না। কারণ এই হালনাগাদ এর পর অনেকেই কোন বস্তুতে হাত দেওয়ার পর হাত বিশ সেকেন্ড ধরে ধোবার যে প্রবণতা সেটি থাকবে না বলে মনে করছেন।
বাংলা আর্টিকেল লিখার একটি বিশ্বস্ত সাইট গ্রাথোর।
বাংলায় আর্টিকেল লিখে আয় করার একটি বিশ্বস্ত সাইট হলো গ্রাথোর। আমরা অনেকেই হয়তো জানি না যে বাংলায় আর্টিকেল লিখে আয়...