একটা রিয়েল ভালোবাসা হতে গেলে দুটো সুন্দর মন লাগে।
একটা ছেলে ও মেয়ে দুইজন। দুই জনকে খুব ভালোবাসতো।ছেলেটার বাসা দিনাজপুর এ এবং মেয়েটার বাসা গাজিপুর। তাদের পরিচয় হয় ফেসবুকে। ছেলেটা আজ পর্যন্ত মেয়েটাকে দেখেনি কিন্তু মেয়েটা ছেলেটাকে দেখেছে। প্রথম তাদের মাঝে অনেক কথা হয়। এক অন্য কে ভালোভাবে বুঝার চেষ্টা করে তারপর এক দিন মেয়েটা বলে। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। ছেলেটা বলে কি দিতে চাও। মেয়েটা বলে পরে দিবো। ছেলেটা বলে ওকে।তার পর মেয়েটা ছেলেটাকে বলে আমি তোমাকে ৪ টা গোলাপ ফুল দিবো তুমি আমাকে তার মধ্যে থেকে কোন ফুলটা দিবে। ভালোবাসা আসলে সুধু দুইটি মনে কে এক জায়গায় করে না ২ টি পরিবার কেও এক জায়গায় করে।
বালুচরের অসমাপ্ত গল্প, প্রতিটি গল্প শুধু গল্প নয়, মিশে থাকে কিছু বাস্তবতা
কিছুদিন হলেও সারা দেশে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সারা দেশে এমন কি সব জায়গায় এখন টপ অব দ্য কান্ট্রি...