বিনোদন

শাওনের চোখে তিশা: ‘নাটক কম করো পিও’”, দুই অভিনেত্রীর দ্বন্দ্বের নতুন মোড়

  প্রতিনিধি ১১ অগাস্ট ২০২৫ , ১:৫৬ পিএম প্রিন্ট সংস্করণ

শাওনের চোখে তিশা: ‘নাটক কম করো পিও’”, দুই অভিনেত্রীর দ্বন্দ্বের নতুন মোড়

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যিনি বর্তমানে পর্দার চেয়ে সামাজিক মাধ্যমেই বেশি সক্রিয়, এবার সরাসরি আক্রমণ করলেন আরেক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। একটি ফেসবুক পোস্টে তিনি তিশার অভিনয় এবং রাজনৈতিক সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে তিশার অভিনয়ের প্রশংসা করা একটি ভিডিও শেয়ার করে শাওন মন্তব্য করেন, বাস্তব জীবনের “অভিনয়” দেখার পর তার আর সিনেমাটি দেখার কোনো আগ্রহ নেই।

পুরনো দিনের স্মৃতিচারণ এবং তিক্ত অভিজ্ঞতা

 

রবিবার, ১০ আগস্ট, শাওন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিশার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে তিশা ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং সেখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার কিছু ছবিও দেখানো হয়। এই ভিডিও শেয়ার করে শাওন তার পোস্টে লেখেন, তিশার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ছোটবেলায় তার বোনের সঙ্গে একই ব্যাচে নাচ শিখতেন তিশা। সেই সময় থেকেই তিশা তাকে ‘আপুনি’ বলে ডাকতেন।

শাওন আরো জানান, ১৯৯৬ সালের জাতীয় সংসদে তার মা শাহিন মনোয়ারা হকের (এমপি) সঙ্গে তিশার এক আত্মীয় ছিলেন, যিনি সম্ভবত তিশার খালা। সেই সুবাদে প্রায়ই তাদের দেখা হতো। শাওনের পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে কাজ করার সময়ও তারা কাছাকাছি ছিলেন। সেই সময়েও শাওন তিশার মিশুক স্বভাবের প্রশংসা করেন।

রাজনৈতিক সংযোগ এবং অভিনয়ের সমালোচনা

 

শাওনের পোস্টে উঠে আসে তিশার রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গ। তিনি উল্লেখ করেন, তিশাকে প্রায়ই এফডিসির বিভিন্ন সভায় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা’ বলে আবদার করতে দেখা যেত। মন্ত্রীও তাকে বেশ স্নেহ করতেন।

এই সব স্মৃতির পর শাওন সরাসরি তিশার বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি সম্পর্কে তিনি লেখেন, “ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছাও নেই। বাস্তবজীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।” সবশেষে শাওন হ্যাশট্যাগ ব্যবহার করে তিশাকে উদ্দেশ্য করে লেখেন, “নাটক কম করো পিও।”

 

‘মুজিব’ সিনেমা এবং তিশার বিতর্কিত ভূমিকা

 

উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ছবিটি ২০২৩ সালে মুক্তি পায় এবং পরিচালনা করেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটি মুক্তির পর থেকেই তিশাকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সমালোচনা আরো তীব্র হয়। অনেকে তার রাজনৈতিক সংশ্লিষ্টতাকে তার অভিনয়ের কারণ হিসেবে দেখতে শুরু করেন। এই পরিস্থিতিতে শাওনের এই পোস্ট দুই অভিনেত্রীর মধ্যকার সম্পর্ক এবং তিশার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।