জাতীয়

শান্তিরক্ষায় বাংলাদেশি নারীদের অসামান্য অবদান: জাতিসংঘ পদকে ভূষিত ১৭৮ পুলিশ সদস্য

  প্রতিনিধি ১৩ অগাস্ট ২০২৫ , ৯:২২ এএম প্রিন্ট সংস্করণ

শান্তিরক্ষায় বাংলাদেশি নারীদের অসামান্য অবদান: জাতিসংঘ পদকে ভূষিত ১৭৮ পুলিশ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে কর্মরত বাংলাদেশ পুলিশের ১৭৮ জন সদস্যকে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়েছে। এর মধ্যে ৬৮ জন নারী শান্তিরক্ষী রয়েছেন, যাদের অসামান্য অবদানের জন্য বিশেষভাবে প্রশংসা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিন্টু কেইটা। তিনি বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। নারী শান্তিরক্ষীদের সক্রিয় অংশগ্রহণকে জাতিসংঘের জেন্ডার ইকুয়ালিটি সংক্রান্ত ম্যান্ডেট বাস্তবায়নের এক অনন্য উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে এমওএনইউএসসিও পুলিশ কম্পোনেন্টের প্রধান আলাইন বামেনোও বিএএনএফপিইউ-১ এর অপারেশনাল দক্ষতা এবং জনসম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এবং স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বিত কার্যক্রমের সফল বাস্তবায়নের কথা তুলে ধরেন। কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীর নেতৃত্বে ১৭৮ জন শান্তিরক্ষী গত বছরের ২৭ মে থেকে কঙ্গোতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এই পদক তাদের কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।