প্রতিনিধি ২৮ অগাস্ট ২০২৫ , ৯:১৮ এএম প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমন্বিত ডিগ্রি (বিএসসি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স) চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সড়ক অবরোধ করেন, এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা জানান, সমন্বিত ডিগ্রি চালুর পক্ষে গঠিত আট সদস্যের কমিটি শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে প্রস্তাবটির পক্ষে বিপুল সমর্থন পেয়েছে। কমিটি প্রতিবেদন জমা দিলেও শিক্ষা কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত এখনো বাকি। ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, “আমরা দ্রুত শিক্ষা কাউন্সিল গঠনের দাবি জানাচ্ছি, কিন্তু প্রশাসন শুধু সময়ক্ষেপণ করছে।”
পশুপালন অনুষদের শিক্ষার্থী নিঝুম বলেন, ২৯ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকা সত্ত্বেও কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। তিনি আরও জানান, উপাচার্য এসে রোববারের মধ্যে জরুরি শিক্ষা কাউন্সিল গঠনের আশ্বাস না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদ এবং সোমবার থেকে ভেটেরিনারি অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা গতকাল দুপুরে প্রশাসন ভবনেও তালা দেন। এই পরিস্থিতিতে দ্রুত সমাধানের আশায় রয়েছেন হাজার হাজার শিক্ষার্থী।