প্রতিনিধি ১৪ অগাস্ট ২০২৫ , ১২:১৭ পিএম প্রিন্ট সংস্করণ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নির্মাতা রায়হান রাফী এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন এক নতুন চমক। রোমান্টিক কিংবা অ্যাকশন গল্পের বদলে তিনি এবার হাত দিয়েছেন ভৌতিক গল্পে। রহস্য, ভয় আর অজানার এক রোমাঞ্চকর মিশেলে তৈরি হচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘আন্ধার’। আগামী মাস থেকেই শুরু হবে এর চিত্রধারণের কাজ। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা থেকে বেরিয়ে এসে এবার যেকোনো সময় সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাফী।
‘আন্ধার’ সিনেমার গল্পে দর্শকদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা তৈরি হবে বলে আশা করছেন নির্মাতা। কারণ, এই গল্পের পেছনে রয়েছেন একদল প্রতিভাবান মানুষ। এর চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী এবং আদনান আদিব খান। এমন শক্তিশালী গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে বলেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক।
এই ভৌতিক গল্পের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন একঝাঁক প্রতিভাবান শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, যাঁর উপস্থিতিই দর্শকদের সিনেমা হলে টেনে আনতে যথেষ্ট। এই দুই শক্তিশালী অভিনেতার পাশাপাশি সিনেমায় যোগ দিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। দীর্ঘদিন ধরে এই চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছিল আলোচনা। অবশেষে জানা গেছে, এই প্রথমবার বড়পর্দায় সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন তুষি।
নাজিফা তুষির অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এর আগে তাঁর অভিনীত ‘আইসক্রিম’ এবং ‘হাওয়া’ সিনেমা দুটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘সিন্ডিকেট’-এর মতো কাজগুলোতে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। ফলে, এবার ‘আন্ধার’-এ তাঁর উপস্থিতি সিনেমাটির আকর্ষণ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
তবে এই মুহূর্তে সিনেমাটি নিয়ে কোনো বিস্তারিত তথ্য দিতে চাননি নাজিফা তুষি। তিনি বলেন, “একজন শিল্পী চাইলেই অনেক কিছু বলতে পারে না। কিছু নিয়মের মধ্যে থাকতে হয়। আপাতত আমি কিছু বলব না। যা বলার টিম বা পরিচালক বলবেন।”
এর আগে ‘পরাণ’, ‘দামাল’, এবং ‘সুড়ঙ্গ’-এর মতো সফল সিনেমা দিয়ে রায়হান রাফী দর্শকদের মন জয় করেছেন। তাঁর প্রতিটি সিনেমাই ভিন্ন ভিন্ন ধারার এবং নতুনত্বের ছোঁয়া থাকে। এবার ভৌতিক গল্পে তাঁর হাত ধরে কেমন কিছু তৈরি হয়, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিয়াম, চঞ্চল চৌধুরী এবং নাজিফা তুষির মতো শক্তিশালী অভিনয়শিল্পীর উপস্থিতি ‘আন্ধার’-কে সফলতার এক নতুন মাত্রা দিতে পারে বলেই আশা করা যায়।