আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি বাংলা চলচ্চিত্রে পর্দা কাপাবে যে সিনেমাগুলো। সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বাজে বছর ছিল ২০১৯ সাল। প্রায় অর্ধশত ছবি মুক্তি পেলেও বছরটাতে লব্ধি তুলে আনতে পেরেছে মাত্র একটি ছবি। তবে এ পরিস্থিতি নিয়ে আশাহত হচ্ছেন না চলচ্চিত্র প্রেম মানুষেরা। বেশ কয়েকটি মানসম্মত ছবির মুক্তির অপেক্ষা রয়েছে নতুন এই বছরে। এ সিনেমাগুলো মুক্তি পেলে চলচ্চিত্রের প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াবে। এ এমন প্রত্যাশা অনেকের। চলুন তাহলে বছরের শুরুতে জেনে নেই নতুন এই বছরে কোন সিনেমাগুলো নতুনভাবে সিনেমা হল কাপিয়ে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য কিভাবে ফিরিয়ে আনতে পারে। বিশ্বসুন্দরী ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চর্নিকা চৌধুরী প্রথমবারের মতো নির্মান করেছেন চলচ্চিত্র। তিনি তার ছবিতে প্রথমবারের মতো পর্দায় জুটি হিসেবে আনতে চলেছেন সিয়াম ও পরিমনিকে। ছবির নাম বিশ্বসুন্দরী। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুমমান রৌশিদ খান। চলচ্চিত্রটির আবহমান সঙ্গীতের দায়িত্বে আছেন সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন শাহা। গেল বছর ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল ছবিটি। কিন্ত আবহ সঙ্গীত ও দুইটা দেশের ডাবিং ছাড়াই প্রথম সেন্সরে আটকে গিয়েছিল নাট্যনির্মাতা চর্নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র। পাপপূন্য, মন গড়া সিনেমার পরিচালক ইয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমা পাপপূন্য সিনেমার মধ্যে দিয়ে দীর্ঘ দশ বছর পর সিনেমায় অভিনয় করছেন আফসানা মিমি। আবার এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো দর্শক সিনেমায় দেখবেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুম্বিকে। আবার দশ বছর পর ইয়াস উদ্দিন সেলিম এর বড় চলচ্চিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্রের পুরস্কার প্রাপ্ত চঞ্চল চৌধুরী। আরও আছেন শক্তিমান বাবু ফজলে রহমান। যে কারণে পাপপূন্য হয়ে উঠেছে দর্শকদের কাছে জনপ্রিয় একটি সিনেমা। ইয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন সবগুলো কাজ ঠিক থাকতে ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। বীর সাকিব খান ফিল্ম পরিচালিত তৃতীয় সিনেমা বীর। নির্মানের শুরু থেকে বীর আলোচিত। এই সিনেমার মাধ্যমে কাজি হায়াত পূর্ণ করতে যাচ্ছেন তার পঞ্চাশতম সিনেমাটি। ১২ ডিসেম্বর সকালে ছবির ফাস্টলুক প্রকাশের পর ছবিটি তুমুল ভাবে আলোচিত হয়। বীরের নায়িকাতে আছেন বুবলি। সিনেমাটির শুটিং শেষের শেষের দিকে। মিশন এক্সট্রিম। গেল বছর আলোচনায় ছিল সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত মিশন এক্সট্রিম। ছবিটি শুটিং শেষ হয়েছে বেশ আগে। ঢাকা, গাজীপুর, ডুবাইসহ আরও অনেক জায়গায় ছবিটির সুটিং সম্পন্ন হয়েছে। ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও ঐশী সাদিনা লাবিনা। বিউটি সার্কাস। ২০২০ সালের মুক্তির প্রতিক্ষায় থাকা সবচেয়ে আলোচিত ছবির নাম বিউটি সার্কাস। মোহাম্মদ দিদা পরিচালিত ছবিটির সুটিং শুরু হয় ২০১৬ সালে। ২০২০ সালে মুক্তি পাবে বলে জানিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান এবং এবিএন শূভন। হাওয়া। ছোট পর্দার প্রশংসনীয় নির্মাতা। কক্সবাজার সেন্ট মার্টিন জুড়ে সুটিং হয়েছিল হাওয়া। ছবিতে অভিনয় করেছেন চঞ্ছল চৌধুরী এবং নাজিবা তুসি। হাওয়া প্রযোজনা করছে সান মিউজিক। পরান, রায়হান রাফি পরিচালিত তৃতীয় ছবি এটি। অভিনয় করেছেন শরিফুল হামীম, বিদ্যাসী মিম। পরান সুটিং হয়েছে ময়মনসিংহে। টানা ৩১ দিন সুটিং করা হয় ছবিটি। মেড ইন বাংলাদেশ, নির্মাতা রুবাইত হাসান নির্মিত তৃতীয় চলচ্চিত্র মেড ইন বাংলাদেশ। ছবিতে অভিনয় করেছেন নিকিতি নন্দিতা, এবং নবেরা হোসেন। ক্যাশিনো, সাকিব খানের বাইরে বুবলির প্রথম ছবি ক্যাশিনো। যেখানে নায়ক হিসেবে তিনি পেয়েছেন নীরবকে। এ সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাসির। নির্মাতা জানিয়েছেন মার্চে মুক্তি পেতে পারে ছবিটি। এ সিনেমাটি দেখার অপেক্ষায় ডালিউড। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২, গেল বছর দূর্গা পূজায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ বলে জানিয়েছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস, কিন্তু পায়নি। পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, ছবির কাজ শেষ করে প্রযোজনা সংস্থাকে দিয়েছি। তারা ভালো দিনকন থেকে মুক্তি দিবে। জানা গেছে নতুন বছরে উৎসব দেখে মুক্তি দেওয়া হবে বাপ্পী ও অপু বিশ্বাসের এ ছবিটি। ধন্যবাদ সবাইকে।
Bambai Meri Jaan: A New Crime Thriller Series on Amazon Prime Video
Amazon Prime Video has announced a new original series titled Bambai Meri Jaan, a crime thriller set in the city...