প্রতিনিধি ২৯ অগাস্ট ২০২৫ , ১০:২২ এএম প্রিন্ট সংস্করণ
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, ২৪-এর আন্দোলনকে আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি এবং তাদের সমর্থন করি।” তবে একইসঙ্গে তিনি আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমানে ২৪-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম তাদের বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরে এটি ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যা আমরা আশা করিনি। আর যদি বলা যায়, আওয়ামী লীগ ও তাদের দোসরদের স্বৈরাচারের চেয়ে বর্তমান এই স্বৈরাচারই বড়।” কাদের সিদ্দিকীর এই মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর অবদানের কথা তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলও আজকের মতো হতো না।” তিনি বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং নিরাপত্তা জোরদারের দাবি করি।”
নিজের ভাই লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার প্রসঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়ার সময় মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে।” তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং তাকে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়ার দাবি জানান। কাদের সিদ্দিকী বলেন, “যদি তার নামে কোনো মামলা থাকে, আমরা আইনিভাবে লড়ব।”
এই সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকীর এই বক্তব্য দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।