বিনোদন

৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল: তারকার মেলা, বিতর্ক আর সিনেমার এক মহোৎসব

  প্রতিনিধি ২৭ অগাস্ট ২০২৫ , ১০:০২ এএম প্রিন্ট সংস্করণ

৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল: তারকার মেলা, বিতর্ক আর সিনেমার এক মহোৎসব

আজ থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রের এক অসাধারণ মহোৎসব—৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। ইতালির শান্ত সমুদ্রতীরবর্তী শহর ভেনিসের লিদো দ্বীপে তারকারা আবারও লালগালিচায় হেঁটে উৎসবের জৌলুস বাড়িয়ে তুলবেন। পৃথিবীর অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে এবারও তারকাদের আগমন ঘটবে ঝলমলে আয়োজনে। উদ্বোধনী দিনে ওয়াটার ট্যাক্সিতে করে আসবেন জুড ল ও এমা স্টোনের মতো জনপ্রিয় তারকারা। অন্যদিকে, শুক্রবার প্রথমবারের মতো এ উৎসবে দেখা যাবে অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টসকে, যাঁর সঙ্গে থাকবেন জর্জ ক্লুনি।

চলচ্চিত্রের এই বিশাল আসরে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত নির্মাতারাও। ভের্নার হেরজগ, জিম জারমুশ, ক্যাথরিন বিগেলো, গাস ভ্যান স্যান্ট এবং পার্ক চ্যান-উকের মতো কিংবদন্তিরা তাঁদের নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন। ২০ বছর পর নতুন ছবি নিয়ে ভেনিসে পার্কের ফেরা নিঃসন্দেহে উৎসবের অন্যতম আকর্ষণ।

 

বিতর্ক: গাজা ও ইউক্রেন যুদ্ধের ছায়া

 

উৎসবের শুরুতেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। গাজা যুদ্ধ ইস্যুতে ইতালির চলচ্চিত্রকর্মীদের সংগঠন ‘ভেনিস ফর প্যালেস্টাইন’ লিদো দ্বীপে বিক্ষোভ করেছে। তারা উৎসব কর্তৃপক্ষের কাছে গাজা ইস্যুতে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে। এক খোলা চিঠিতে তারা লিখেছে, চলচ্চিত্র জগতের সব আলো যখন ভেনিসে থাকবে, তখন তাদের দায়িত্ব হলো সেই সব মানুষের গল্প এবং কণ্ঠকে বিশ্বে তুলে ধরা, যারা এই হত্যাযজ্ঞের শিকার।

এই বিক্ষোভকারীরা জেরার্ড বাটলার ও গ্যাল গ্যাদতকে উৎসব থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছে, কারণ তাঁরা ইসরায়েলের সামরিক অবস্থানের পক্ষে। তবে উৎসব কর্তৃপক্ষ এই বিতর্ককে খোলা আলোচনার সুযোগ হিসেবে দেখছে। এর প্রমাণ হিসেবে তারা প্রতিযোগিতায় রেখেছে তিউনিসিয়ার নির্মাতা কাওথার বেন হানিয়ার ছবি ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। এই ছবিতে ফিলিস্তিনি শিশু হিন্দের বাস্তব অডিও রেকর্ডিং ব্যবহার করা হয়েছে, যে পরিবারসহ নিহত হওয়ার আগে সাহায্যের জন্য জরুরি সেবাকে আকুতি জানিয়েছিল। এর মাধ্যমে ভেনিস কর্তৃপক্ষ মানবিকতার প্রতি তাদের অবস্থান স্পষ্ট করেছে।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের আবহও এই উৎসবে প্রভাব ফেলবে। অলিভিয়ে আসায়াসের ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’ ছবিতে জুড ল অভিনয় করছেন ভ্লাদিমির পুতিনের ভূমিকায়, যা তাঁর ক্ষমতায় আসার পটভূমিকে কেন্দ্র করে তৈরি।

সিনেমার সমাহার: বড় বাজেটের পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র

 

ভেনিসে এবারও বড় বাজেটের ছবির পাশাপাশি স্বাধীন ধারার স্বল্প বাজেটের সিনেমাও জায়গা করে নিয়েছে। বেনি সাফদি-র ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ ডোয়াইন জনসনকে দেখা যাবে একজন কুস্তিগিরের চরিত্রে। অন্যদিকে, জুলিয়া রবার্টস থাকছেন লুকা গুদানিনোর ‘আফটার দ্য হান্ট’-এ, যা একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনা নিয়ে নির্মিত। ছবিটি প্রদর্শিত হবে আউট অব কম্পিটিশন বিভাগে। জর্জ ক্লুনি অভিনীত ‘জে কেলি’-তে তিনি এক অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পরিচয়ের সংকটে ভুগছেন। এটি নোয়া বাম্বাক পরিচালিত এবং নেটফ্লিক্স প্রযোজিত একটি ছবি।

স্বর্ণসিংহের (Golden Lion) জন্য এবার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে গিয়ের্মো দেল তোরো-র ‘ফ্রাঙ্কেনস্টাইন’-কে। এখানে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের চরিত্রে আছেন অস্কার আইজ্যাক এবং দানবের চরিত্রে জ্যাকব এলর্ডি। ক্যাথরিন বিগেলো-র ‘আ হাউস অব ডায়নামাইট’-ও আছে এই দৌড়ে। এটি যুক্তরাষ্ট্রে আসন্ন ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে তৈরি একটি রাজনৈতিক থ্রিলার। এছাড়াও প্রতিযোগিতায় আছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’, পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েজ’, ফ্রঁসোয়া ওজুর ‘দ্য স্ট্রেঞ্জার’ এবং ইতালির জিয়ানফ্রাঙ্কো রসির সাদা-কালো তথ্যচিত্র ‘বিলো দ্য ক্লাউডস’

এবছর মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্ব দেবেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন। এই মহোৎসব চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।