অর্থনীতি

আগামীতে কোনো দুর্নীতিকে প্রশ্রয় নয়: ন্যাশনাল ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

  প্রতিনিধি ৯ অগাস্ট ২০২৫ , ৮:৪৩ এএম প্রিন্ট সংস্করণ

ন্যাশনাল ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা: ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা আজ (৭ আগস্ট) ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শেয়ারহোল্ডারগণ ২০২৪ সমাপনী বছরের আর্থিক বিবরণী এবং নিরীক্ষক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচ্য সূচী অনুমোদন করেছেন।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু। তার বক্তব্যে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, “ন্যাশনাল ব্যাংকে অতীতে অনেক কিছুই হয়েছে, তবে আগামীতে এই ব্যাংকে কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাংকটির হারানো সুনাম ও অবস্থান ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছে। মিন্টু আগামী এক বছরের মধ্যে ব্যাংকের সার্বিক পরিস্থিতি বর্তমানের চেয়ে ভালো হবে বলে শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নাঈন এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী তার বক্তব্যে কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি বলেন, “বর্তমান অবস্থা উন্নত করার জন্য আমরা সকল কর্মীরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।” আদিল চৌধুরী আরও জানান, তার সকল উদ্যোগ শেয়ারহোল্ডার, কর্মী এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা ও তাদের আস্থা পুনরায় প্রতিষ্ঠা করার জন্য নিবেদিত। তিনি বিশ্বাস করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ন্যাশনাল ব্যাংক তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

সভায় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ব্যাংকের সম্মানীত শেয়ারহোল্ডারগণ। কোম্পানি সচিব ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কায়সার রশীদের সঞ্চালনায় সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই সভার মধ্য দিয়ে ন্যাশনাল ব্যাংক ভবিষ্যতের জন্য একটি নতুন দিকনির্দেশনা পেয়েছে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার। নতুন পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অঙ্গীকার থেকে বোঝা যায়, ন্যাশনাল ব্যাংক তার পুরোনো দুর্বলতা কাটিয়ে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হতে বদ্ধপরিকর।