বিনোদন

ঢালিউড কাঁপাতে আসছে শাকিব-সিয়ামের নতুন সিনেমা, নায়িকা হচ্ছেন কারা?

  প্রতিনিধি ২৪ অগাস্ট ২০২৫ , ১:০০ পিএম প্রিন্ট সংস্করণ

ঢালিউড কাঁপাতে আসছে শাকিব-সিয়ামের নতুন সিনেমা, নায়িকা হচ্ছেন কারা?

ঢালিউডপাড়ায় বর্তমানে দুটি বড় বাজেটের সিনেমা নিয়ে জোর আলোচনা চলছে। এই দুটি সিনেমার একটিতে অভিনয় করছেন ঢালিউডের কিং খান শাকিব খান, অন্যটিতে সিয়াম আহমেদ। শুধু নায়ক নয়, দুই সিনেমার নায়িকা নির্বাচন নিয়েও বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে। নতুন এই দুটি সিনেমার পাত্র-পাত্রী কে হচ্ছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা।

জানা গেছে, শাকিব খানের নতুন সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। অন্যদিকে, সিয়ামের নায়িকা হচ্ছেন লাস্যময়ী অভিনেত্রী নাজিফা তুষি বলে গুঞ্জন ছড়িয়েছে।

 

শাকিব খানের নায়িকা তানজিন তিশা?

 

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান। এই গুঞ্জনে আরও নতুন মাত্রা যোগ করেছে এই তথ্য যে, কিং খানের নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ সিনেমাটি পরিচালনা করবেন।

শুটিংয়ের জন্য চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। দেশে ফিরে লুক টেস্টসহ অন্যান্য কাজ শেষ করে সেপ্টেম্বরেই শুরু হবে সিনেমার শুটিং। সূত্র আরও জানায়, শাকিব খানের বিপরীতে তিশার অভিনয় করার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এর আগে শাকিবের অন্য একটি সিনেমায় নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম শোনা গিয়েছিল, পরে তাকেই নায়িকা হিসেবে দেখা যায়। এবারও হয়তো সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। তবে এই সিনেমার বিষয়ে তানজিন তিশা এখনো কোনো মন্তব্য করেননি।

নির্মাতা সাকিব ফাহাদ জানান, তারা এখন প্রি-প্রোডাকশনের কাজ করছেন এবং এই মুহূর্তে কাউকে চূড়ান্ত করা হয়নি। তিনি বলেন, ‘আমরা মনোযোগ দিয়ে কাজটি করতে যাচ্ছি এবং খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

তিনি আরও জানান, সিনেমার নাম এখন প্রকাশ করতে চান না। তবে শাকিব খানকে একজন সরকারি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তিনি একজন সেনা অফিসার নাকি পুলিশ কর্মকর্তা, তা এখনও জানানো হয়নি। নির্মাতা শুধু এটুকু বলেন, ‘আমাদের গল্প একদম বাংলাদেশের। দেশের গল্প, দেশপ্রেমের গল্প।’

সিয়াম-তুষি জুটিতে ‘আন্ধার’!

 

‘তাণ্ডব’ সিনেমার পর এবার নতুন কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। এই বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। নতুন এই হরর সিনেমার নাম ‘আন্ধার’। আর এই সিনেমা নিয়েই বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন।

জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। আর তার বিপরীতে নায়িকা হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে নাজিফা তুষির। এছাড়াও এই সিনেমায় নতুন করে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার চিত্রনাট্যের প্রচ্ছদের ছবি এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক সুমন সরকার। চঞ্চল চৌধুরী তাকে অভিনন্দন জানালে এই গুঞ্জন আরও সত্যি বলে মনে হচ্ছে।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সিনেমার শুটিং কিছুটা এগিয়েছে এবং যাদের নাম শোনা যাচ্ছে, তারাও সিনেমাটিতে কাজ করছেন। রায়হান রাফী এবার ভৌতিক ঘরানার সিনেমা নিয়ে আসছেন। এই সিনেমায় উঠে আসবে রহস্য ও প্রতিশোধের গল্প।

তবে গল্প নিয়ে এখনই কোনো তথ্য জানাতে চান না নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘আমাদের সিনেমা নিয়ে সবসময়ই গুঞ্জন ছড়ায়। তবে এর অনেক কিছুরই অস্তিত্ব নেই। আমরা সময় হলেই সব জানাবো। আগে ঠিকমতো কাজটা শেষ করতে চাই।’