রাজনীতি

ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হবে, জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ: শামীম হায়দার পাটোয়ারী

  প্রতিনিধি ১১ অগাস্ট ২০২৫ , ১০:৩৪ এএম প্রিন্ট সংস্করণ

ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হবে, জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ: শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং যারা মূল স্রোতের বাইরে গিয়ে দলকে দুর্বল করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় তরুণ পার্টির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করবে। তিনি আরও জানান, জাতীয় পার্টি এখন জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই দলটি দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আপামর জনতার ভরসার ঠিকানায় পরিণত হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শামীম হায়দার বলেন, দেশে এখন তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, কারণ অভিজ্ঞ রাজনীতিবিদদের দূরে রাখা হচ্ছে। এর ফলে দেশ, রাষ্ট্র ও প্রশাসন দুর্বল হচ্ছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশের দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকে। সভায় জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা এবং সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমানসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।