খেলাধুলা

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের নতুন চ্যালেঞ্জ: দুবাই ক্যাপিটালসে সঙ্গী সাকিব!

  প্রতিনিধি ১৩ অগাস্ট ২০২৫ , ৯:৩৭ এএম প্রিন্ট সংস্করণ

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের নতুন চ্যালেঞ্জ: দুবাই ক্যাপিটালসে সঙ্গী সাকিব!

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের পরিচিত মুখ, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার নতুন এক ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখাতে চলেছেন। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) তাকে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের জার্সিতে। এই সুযোগটি তার জন্য এসেছে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। এই দলে তার অন্যতম সতীর্থ হিসেবে থাকছেন বাংলাদেশেরই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে, দেশের দুই সেরা ক্রিকেটারকে একসঙ্গে বিদেশি লিগে খেলতে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এছাড়া দলে আরও আছেন দুষ্মন্ত চামিরা, গুলবাদিন নাইব এবং রোভম্যান পাওয়েলের মতো তারকা খেলোয়াড়েরা।

 

বদলি হিসেবে পরিচিত মুস্তাফিজ

 

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের এই সুযোগটি এসেছে বদলি ক্রিকেটার হিসেবে, যা তার ক্যারিয়ারে নতুন নয়। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও তিনি বদলি হিসেবে খেলেছিলেন। সেই সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে মিচেল স্টার্কের জায়গায় সুযোগ পেয়েছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। মজার ব্যাপার হলো, দিল্লি ক্যাপিটালস এবং দুবাই ক্যাপিটালস উভয় ফ্র্যাঞ্চাইজির মালিকানা একই। তাই মুস্তাফিজের জন্য এটি এক ধরনের ‘ঘরের মাঠে ফেরা’র মতো।

আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। দিল্লি ক্যাপিটালস ছাড়াও তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মতো শক্তিশালী দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন। এই লিগগুলোর পাশাপাশি আরও তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেগুলোর মধ্যে আছে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তানের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট। সব মিলিয়ে, আইএল টি-টোয়েন্টি হতে যাচ্ছে তার পঞ্চম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।

 

বিপিএল-আইএল টি-টোয়েন্টি: সংঘাতের শঙ্কা?

 

আইএল টি-টোয়েন্টির তৃতীয় আসর শুরু হবে আগামী বছরের ২ ডিসেম্বর। তার আগে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম। তবে মুস্তাফিজের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে টুর্নামেন্টের সময় নিয়ে। কারণ, আইএল টি-টোয়েন্টির সময়েই দেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে, মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের জন্য এমন সুযোগ খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অঙ্গনে তার বৈচিত্র্যময় বোলিং এবং কাটার দিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করার দক্ষতা বিশ্বজুড়ে সমাদৃত। এই নতুন লিগে তার পারফরম্যান্স কেমন হয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। একই দলে সাকিব আল হাসানকে পাওয়ায়, এই দুই তারকা মিলে কেমন নৈপুণ্য দেখান, সেটিও এখন আলোচনার বিষয়। মুস্তাফিজের আইএল টি-টোয়েন্টি যাত্রা তার ক্যারিয়ারে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে।