খেলাধুলা

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর: শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলো, কোথায় দেখবেন সব ম্যাচ?

  প্রতিনিধি ১৫ অগাস্ট ২০২৫ , ১০:২৬ এএম প্রিন্ট সংস্করণ

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর: শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলো, কোথায় দেখবেন সব ম্যাচ?

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুসংবাদ! নতুন মৌসুমের জন্য প্রস্তুত ইউরোপের শীর্ষ পাঁচটি ফুটবল লিগ। আজ থেকেই শুরু হচ্ছে উত্তেজনাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং ফ্রেঞ্চ লিগ আঁ। এই তিনটি লিগের প্রথম দিনেই মাঠে নামছে বেশ কয়েকটি শক্তিশালী দল। এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল তাদের ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। তাদের কোচ আর্নে স্লটের জন্য এটি হবে এক নতুন চ্যালেঞ্জ। তবে লা লিগা এবং ফ্রেঞ্চ লিগ আঁ-তে প্রথম দিনে কোনো বড় দলের খেলা থাকছে না।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে আরও দুটি লিগ, অর্থাৎ সিরি ‘আ’ ও বুন্দেসলিগা শুরু হতে অবশ্য আরও এক সপ্তাহ বাকি। তারপরও ফুটবলপ্রেমীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা বলাই বাহুল্য। এই মৌসুমের খেলা দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরাও। চলুন জেনে নেওয়া যাক, কোন লিগের ম্যাচগুলো কোন চ্যানেলে বা কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

 

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো বরাবরের মতোই ভারতীয় সম্প্রচার সংস্থা জিওস্টারের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে। একই সময়ে যদি একটি মাত্র খেলা থাকে, তাহলে সেই ম্যাচটি স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ানে দেখা যাবে। আর যদি একই সময়ে একাধিক ম্যাচ থাকে, তাহলে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে বাকি ম্যাচগুলোও উপভোগ করা যাবে।

 

লা লিগা

 

লা লিগার ম্যাচগুলো এবার আর টেলিভিশনে দেখা যাবে না। তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিগিন (BEGIN) নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় দলের খেলাগুলো দেখতে পারবেন। এই পাকিস্তানি ওটিটি স্ট্রিমিং সার্ভিসটি বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় পাঁচ বছরের জন্য লা লিগার সম্প্রচার স্বত্ব পেয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা সহজেই এই প্ল্যাটফর্মে পছন্দের দলের খেলা দেখতে পারবেন।

 

বুন্দেসলিগা

 

জার্মান বুন্দেসলিগার খেলা গত কয়েক বছরের মতোই এবারও সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে দেখা যাবে। পাশাপাশি যারা ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা সনি স্পোর্টস নেটওয়ার্কের ওটিটি সাইট সনি লিভ-এও খেলা দেখতে পারবেন।

 

সিরি ‘আ’

 

সিরি ‘আ’র সব ম্যাচ বাংলাদেশের দর্শকরা ডিএজেডএনের ওয়েবসাইট ও ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন। ফিফা ক্লাব বিশ্বকাপের মতো এই লিগের সব ম্যাচ উপভোগের সুযোগ থাকছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে।

নতুন মৌসুমে নতুন দল, নতুন খেলোয়াড় এবং নতুন কৌশল নিয়ে প্রতিটি লিগই উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিতে প্রস্তুত। ফুটবলপ্রেমীরা এখন কেবল অপেক্ষার প্রহর গুনছেন, কখন তাদের প্রিয় দল মাঠে নামবে। আপনিও কি এই নতুন মৌসুমের খেলা দেখতে প্রস্তুত