ফ্রিলান্সার কি?ফ্রিলান্সার হচ্ছে অনলাইনে আয়ে একটা পথ। কিভাবে আয় করবো?ফেসবুক মারকেটিং করে আয় করা যায়।ফেসবুক মারকেটিং কি?ফেসবুক মারকেটিং কি?ফেসবুক মারকেটিং হচ্ছেঃফেসবুকের বিসনেজ পেজ খুলে দিয়ে আয় করা।কিভাবে ফেজবুক বিসনেজ পেজ খুলে আয় করবো?আর আমাকে টাকা দিবে কে?আপনি তো জানেন আজকের যুগে প্রতেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য এক একটা ফেসবুক সাইট রয়েছে।তাদের যে যে প্রডাক্ট রয়েছে সব গুলা প্রডাক্ট পোস্ট করা থাকে।আচ্ছা এই পেজ গুলো কারা খুলে দেয়?আমাদের মতো ফ্রিলান্সাররা খুলে দেয় এই পেজ গুলো।আচ্ছা বিসনেজ পেজ খোলা তো অনেক সহজ হইলে তারা আমাদের দিয়ে তারা কেন খোলাবে?আর তারা নিজেরা বা কেন খোলে না?সুধু সুধু টাকা নষ্ট করবে কেন?প্রথম কথা হলো বিসনেজ পেজ খুলতে পারলে ও তারা আমাদের মতো ১০০%খুলতে পারবে না।আমাদের কাজই এইটা তাই আমরা ভালো পারবো।তাই তারা কাজটা আমাদের দিয়েই করিয়ে নিবে। আচ্ছা এই কাজ গুলো কই পাবো?Fivver নামে একটা সাইট আছে সেই জায়গায় পাবেন।আচ্ছা প্রতিদিন কতো টাকা আয় করতে পারবো?আমি যেমন ভাবে বলবো আপনি সেইভাবে কাজ করলে প্রতিদিন ২০০০-৪০০০টাকা আয় করতে পারবেন।আচ্ছা টাকা কি প্রতিদিন withdrowকরতে পারবো?হ্যাঁ,টাকা Accoundএ থাকলে সাথে সাথে withdrow করতে পারবো।কিভাবে টাকা withdrow করবো? আপনার paypalঅথবা আমার paypalএ টাকা আইনা তার পরে টাকা উথাতে পারবো।ভাই বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে যদি আমরা এইসব করে টাকা আয় করি।বাংলাদেশ জনসংখ্যা গরিস্ঠ দেশ।এই দেশে বেকারের হার অনেকটা।এখন আমরা যদি অনলাইনে আয় করতে পারি তাহইলে খুব ভালো হবে।আমাদের আয়ের পথ ও হবে,দেশের বেকারের হার ও কমবে আর দেশের অর্থ বৃদ্ধি পাবে।আচ্ছা ফেসবুক বিসনেজ পেজ বানানোর জন্য কি মোবাইল ব্যবহার করা যায়?আমি নিজে মোবাইল দিয়ে প্রথমে এই কাজ করেছি।ফেসবুক বিসনেজ পেজ বানানোর জন্য আমার পরের পোস্ট পযন্ত অপেক্ষা করেন।আমি নিজে আপনাদের কাজ এর শুরু থাইকা টাকা তোলা পযন্ত সাথে আছি।কিভাবে কাজ শুরু করবেন?কাজ কই থাইকা শুরু করবেন?কিভাবে কাজ করতে হয় আর এই কাজে জন্য কি কি করতে হয়?কত সময় লাগে এই কাজ শেষ করতে?কত টাকা আয় করবো আর টাকা কিভাবে তোলবো?সব কিছু আমি বলে দিব।আপনাদের সবাইকে সাহায্য করবো।আমি মুরছালিন ফ্রলান্সার।আমার পরবতী পোস্ট হবে কাল।আর কাল পোস্ট করবো কীভাবে একটা ফেসবুক বিসনেজ পেজ খোলা যায়?আর কি কি কাজ করতে হয়।আচ্ছা আপনি কি জানেন?এই পেজ খোলার জন্য আপনি আলাদা সুধু প্রফাইল আর কভার প্রফাইল বানিয়ে দিলে আপনি ৮০০টাকা আয় করতে পারবেন।তাহলে ভয় না পেয়ে আয় করতে চাইলে আমার সাথে থাকেন।একটা Apps or web sideবানিয়ে কিভাবে আয় করবেন তার ও টিপ্স দিব আমি।আমাকি ফলো করুন আশা করি জিবনে সফল হবেন।মনে রাখবেন আমার পরবতী পোস্ট হবে কাল সকাল১০টায়।আর বিষয় হচ্ছে কিভাবে একটা বিসনেজ পেজ খোলা যায় আশা করি আমি আপনাদের কাজে সাহায্য করতে পারবো।
আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন।আমাকে একটু উৎসাহিত করতে সবাই Nice,Excelentলিখে commandকরুন।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।সবাই ভালো থাকেন,সুস্থ থাকেন আর এই লক ডাইনে আয় করেন নিজের হাতের ফোন দিয়ে।