প্রতিনিধি ১২ অগাস্ট ২০২৫ , ১১:৩১ এএম প্রিন্ট সংস্করণ
জুলাই আন্দোলন স্মরণে এবং জনগণের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতাকে সম্মান জানাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা ঘোষণা করা হয়েছে। এই ডেটার মেয়াদ হবে ৫ দিন।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশে এবং বিটিআরসির একটি সভার সিদ্ধান্তের পর এই ঘোষণা আসে। দেশের সকল মোবাইল অপারেটরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তারা গ্রাহকদেরকে এই সুবিধা সম্পর্কে আগে থেকেই এসএমএসের মাধ্যমে জানাবে। বিটিআরসি অপারেটরদের একটি নমুনা এসএমএসও দিয়েছে, যেখানে বলা হয়েছে, “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডেটা ফ্রি। মেয়াদ ৫ দিন।”
এই উদ্যোগটি গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনার স্মৃতিকে সামনে রেখে নেওয়া হয়েছে। সেই সময়ের ইন্টারনেট বিচ্ছিন্নতা জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল। বিটিআরসি আশা করছে, এই পদক্ষেপ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং ডিজিটাল বাংলাদেশের পথে একটি ইতিবাচক বার্তা দেবে। অপারেটরদের এই পরিকল্পনাটি সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য অনুরোধ করা হয়েছে।