প্রতিনিধি ১৫ অগাস্ট ২০২৫ , ১২:৫৯ পিএম প্রিন্ট সংস্করণ
ক্রিকেটার মোহাম্মদ শামি এবং তার সাবেক স্ত্রী হাসিন জাহানের মধ্যকার তিক্ত সম্পর্ক নতুন নয়। তাদের বিচ্ছেদ হয়ে গেলেও ব্যক্তিগত আক্রমণ এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগের পালা যেন থামতেই চাইছে না। সম্প্রতি, তাদের একমাত্র মেয়ে আইরার স্কুল ভর্তি নিয়ে ফের একবার শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন হাসিন জাহান। মেয়ের ভালো চাননি বলে শামিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।
হাসিন জাহান সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলের পোশাকে হাসিমুখে দাঁড়ানো মেয়ে আইরার একটি ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ওপরওয়ালার আশীর্বাদে আমি খুব খুশি। শত্রুরা চেয়েছিল, আমার মেয়ে যেন ভালো স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু ওপরওয়ালা সকলের মুখে কালি লাগিয়ে দিয়েছেন। আমার মেয়ে খুব ভালো একটি আন্তর্জাতিক স্কুলে ভর্তি হয়েছে।” এই পোস্টে তিনি সরাসরি শামিকে নিশানা করেন।
তিনি আরও লেখেন, “মেয়ের বাবা অনেক চেষ্টা করেছিল যাতে আমার মেয়ে ভালো স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু বাবা ওপরওয়ালা নয়। যে মেয়ের বাবা কোটিপতি, সে অন্য নারীদের জন্য নিজের মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করছিল। বান্ধবীদের সন্তানদের ভালো স্কুলে পড়াচ্ছে। কোনো কোনো বান্ধবীকে বিমানে চড়িয়ে ঘুরছে। কিন্তু মেয়ের লেখাপড়ার জন্য পয়সা খরচ করছিল না।” হাসিন জাহান এরপর আইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “কিন্তু দেশে আইন রয়েছে। নইলে জানি না আমাদের সঙ্গে কী হত।”
২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামির বিয়ে হয়। তাদের মেয়ে আইরার জন্ম হয় ২০১৫ সালে। কিন্তু তাদের দাম্পত্য সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৮ সালে হাসিন জাহান যাদবপুর থানায় শামি ও তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, খুনের চেষ্টা, ধর্ষণ ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগ এনে মামলা করেন। একই সাথে তিনি বিবাহবিচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হন।
আইনি লড়াইয়ের পর আদালত হাসিন ও তাদের মেয়ে আইরার ভরণপোষণের জন্য শামিকে অন্তর্বর্তীকালীন খরচ দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, শামি প্রতি মাসে হাসিনকে দেড় লাখ এবং মেয়ে আইরার খরচ বাবদ আড়াই লাখ রুপি দেবেন।
তবে হাসিন জাহানের এই অভিযোগের বিপরীত চিত্রও প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। শামি তার মেয়ের সাথে বেশ ভালো সম্পর্ক বজায় রাখেন। সম্প্রতি, গত ১৭ই জুলাই আইরার জন্মদিনে শামি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “এখনো আমার সেই সব রাতগুলো মনে আছে যখন আমরা জেগে থাকতাম, কথা বলতাম, হাসাহাসি করতাম এবং বিশেষ করে তোর নাচ উপভোগ করতাম। বিশ্বাসই হচ্ছে না যে তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। তোর জীবনে সব সময় ভালো কিছু হোক এটাই চাই।” এর আগেও শামি এবং আইরাকে একসঙ্গে শপিংমলে ঘুরতে দেখা গেছে।
শামি এবং হাসিন জাহানের এই দীর্ঘদিনের দ্বন্দ্ব এখনো শেষ হয়নি। মেয়ের পড়াশোনা নিয়ে হাসিনের নতুন এই অভিযোগ তাদের সম্পর্ককে আরও তিক্ত করে তুলছে। সোশ্যাল মিডিয়ায় তাদের এই বাগযুদ্ধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।