সবাই ছোট বেলার জীবন গুলো কাটিয়েছে।ছোট বেলার সেই হারিয়ে যাওয়া সব দিন গুলো সবাই ফিরে পেতে চায়।ছোট বেলার সব দিন গুলো সবারই অনেক সুন্দর ভাবে কাটে।কিন্তু ছোট বেলা পেরিয়ে যখন আমরা এখন যে বয়সে আছি সেই ছোট বেলার মতো মজা গুলো আমরা পাই না।একটি মানুষ জন্ম নেওয়ার পর তার মা তাকে কোলে রেখে দেয়।এবং সে যখন আস্তে আস্তে বর হয়ে যায় তখন তার মাও তাকে আস্তে আস্তে কোল থেকে নিচে নামিয়ে দেয়।এবং ৫-৭ বছর হয়ে গেলেই একটি শিশুর ছোট বেলা শুরু হয়ে যায়।এবং সে তখন স্বাধীন ভাবে চলতে পারে যা ইচ্ছে তাই করতে পারে।সেই শিশুটি কোনো অপরাধ করলেও সে ছোট বলে তাকে কেউ কিছু বলে না।ছোট থাকার মজা অনেক বেশি ছোট বেলায় আমরা অনেক ছোট ছোট বন্ধু মিলে আমের দিনে আম কুরাতে গিয়েছি এবং সেখানে অনেক মজা করে আমরা আম কুরিয়েছি।ছোট বেলায় আমরা বন্ধুরা মিলে অনেক ধরণের খেলা করেছি যেমন:ক্রিকেট,ফুটবল,ঘোল্লাচুট, ইত্যাদি এই খেলা গুলো আমরা প্রতিনিয়ত করেছি।এবং খেলা গুলো খেলে আমরা অনেক মজা উপভোগ করেছি।ছোট বেলায় বৃষ্টি নামলে আমরা বৃষ্টিতে অনেক মজা করে ভিজেছি ভিজে ভিজে ফুটবল খেলেছি।ছোট বেলার মজার শেষ নেই যা ইচ্ছে তাই করতে পেরেছি।আর এই ভাবেই আমরা ছোট বেলাই মজা করেছি।আর যখন আমরা আস্তে আস্তে আরো অনেক বেশি বর হয়ে যাই তখন আমাদের আর কেউ ভালো ভালোবাসে না।আর এখন একটি অপরাধ করলে কেউ আর এটিকে ছোট বলে না মনে করে শাস্তির ব্যবস্থা করে।আর আস্তে আস্তে তাকে নিজের পায়ে দাঁড়াতে হয় এবং তাকে কাজ করতে হয়।আর এভাবেই একটি মানুষের জীবন চলে যায়।এবং এভাবেই সে আস্তে আস্তে সেই মানুষটি বৃদ্ধ হয়ে হয়ে যায়।এবং সে আস্তে আস্তে তার জীবনের সেই পর্যায়ে চলে যায় এবং সে বাকরুদ্ধ হয়ে মৃত্যু বরন করে।
Messi returned to Barcelona on leave
Lionel Messi has left Barcelona for Paris, which is going to be about ten days. But is it so easy...