প্রতিনিধি ২০ অগাস্ট ২০২৫ , ১১:২৭ এএম প্রিন্ট সংস্করণ
নব্বইয়ের দশকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর মধ্যে অন্যতম ছিলেন আমনা শরিফ। ‘কাহি তো হোগা’ ধারাবাহিকে কাশীশ সুজল গারেওয়াল চরিত্রে অভিনয় করে তিনি প্রতিটি ঘরে পরিচিতি লাভ করেন। সহ-অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের সাথে তার রসায়ন এখনও ভারতীয় টিভি ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত। কিন্তু এই সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রীকে তার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হয়েছে অসংখ্য সামাজিক বাধার বিরুদ্ধে।
১৯৮২ সালের ১৬ই জুলাই মুম্বাইতে জন্মগ্রহণ করেন আমনা শরিফ। তার বাবা ছিলেন ভারতীয় এবং মা ছিলেন বাহরাইনি। খুব অল্প বয়সেই তিনি বাবাকে হারান এবং মায়ের তত্ত্বাবধানে বড় হন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু পরিবার ছিল খুবই রক্ষণশীল। পরিস্থিতি এমন ছিল যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাকে একসময় একটি বুটিকেও কাজ করতে হয়েছিল।”
কলেজে পড়া অবস্থায় আমনা প্রথম একটি বিজ্ঞাপনের প্রস্তাব পান। মায়ের অনুমতি পাওয়ার জন্য তাকে প্রায় ছয় মাস ধরে বোঝাতে হয়। অবশেষে তার মা পরিবারের তীব্র বিরোধিতা সত্ত্বেও তার পাশে দাঁড়ান। এই কারণে তাদের আত্মীয়রা প্রায় দুই বছর তাদের সঙ্গে কোনো কথা বলেননি। এরপর আমনা কুমার শানু, ফাল্গুনী পাঠক এবং দালের মেহেন্দির মতো জনপ্রিয় শিল্পীদের গানের ভিডিওতে কাজ করার সুযোগ পান। বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে তার অভিনয় দেখে একতা কাপুর তাকে অডিশনের জন্য ডাকেন। সেখান থেকেই শুরু হয় তার আসল অভিনয় জীবন।
২০০৭ সালে ‘কাহি তো হোগা’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর আমনা বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান। ‘আলু চাট’, ‘আও উইশ করে’ এবং ‘শকাল পে মাত যা’-এর মতো কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেন, কিন্তু কোনোটিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। পরবর্তীতে তিনি ‘হোঙ্গে জুদা না হম’ ধারাবাহিকের মাধ্যমে আবার টিভিতে ফেরার চেষ্টা করেন, কিন্তু কম রেটিংয়ের কারণে এটি মাত্র ছয় মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়।
২০১৩ সালে তিনি তার দীর্ঘদিনের প্রেমিক, চলচ্চিত্র প্রযোজক অমিত কাপুরকে বিয়ে করেন। ২০১৫ সালে তাদের পুত্রসন্তান আরাইনের জন্ম হয়। তাদের পরিবারে হিন্দু ও মুসলিম উভয় সংস্কৃতিই সমানভাবে জায়গা করে নিয়েছে। করওয়া চৌথ এবং ঈদ উভয় উৎসবে একসাথে উদযাপনের ছবি তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
বিয়ের পর প্রায় ছয় বছরের বিরতির পর ২০১৯ সালে আমনা আবারও একতা কাপুরের হাত ধরে ছোট পর্দায় ফিরে আসেন। ‘কসৌটি জিন্দগি কি ২’ ধারাবাহিকে জনপ্রিয় খল চরিত্র কমোলিকা চৌবে-এর ভূমিকায় তাকে দেখা যায়, যেটি আগের সিরিজে উর্বশী ঢোলাকিয়া অভিনয় করেছিলেন।
সাম্প্রতিক সময়ে আমনা শরিফ দুটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন—২০২২ সালে হ্যাঙ্গামা প্লে-তে ‘ড্যামেজড ৩’ এবং ভুট সিলেক্টে ‘আধা ইশ্ক’। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে এই অভিনেত্রী আজও তার অভিনয় প্রতিভা এবং দৃঢ়তার জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি, কঠিন পরিস্থিতিতেও স্বপ্ন পূরণের জন্য লড়াই করে গেলে সাফল্য অর্জন করা সম্ভব।