রাজনীতি

প্রতিদ্বন্দ্বী নেই, ভোট ছাড়াই হল সংসদের দুই সম্পাদক

  প্রতিনিধি ২৪ অগাস্ট ২০২৫ , ৯:০৮ এএম প্রিন্ট সংস্করণ

প্রতিদ্বন্দ্বী নেই, ভোট ছাড়াই হল সংসদের দুই সম্পাদক

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর দুটি হল সংসদে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ভোট ছাড়াই দুই প্রার্থীর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে স্বতন্ত্র প্রার্থী রেহেনা আক্তার এবং শামসুন নাহার হল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার (লিমা)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী রেহেনা আক্তার বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি জানান, খেলোয়াড় হিসেবে পরিচিতি থাকায় এই পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। অন্যদিকে, বাংলা বিভাগের ছাত্রী লামিয়া আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই ঘটনাকে ‘কাকতালীয়’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সব পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হতো।”

এদিকে, ডাকসু ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৮টি হল মিলিয়ে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১ হাজার ১০৮ জন শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।