খেলাধুলা

বাংলাদেশ হকি: মালয়েশিয়ার কাছে ৪-১ গোলের হার, প্রত্যাশার শুরু হলেও শেষটা হতাশাজনক

  প্রতিনিধি ২৯ অগাস্ট ২০২৫ , ১:৫৯ পিএম প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ হকি: মালয়েশিয়ার কাছে ৪-১ গোলের হার, প্রত্যাশার শুরু হলেও শেষটা হতাশাজনক

ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। এক গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম।

প্রথমার্ধে দারুণ লড়াই
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দল মালয়েশিয়ার শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষণভাগকে বেশ মজবুত রেখেছিল। প্রথম কোয়ার্টারে মালয়েশিয়া একাধিক সুযোগ তৈরি করলেও বাংলাদেশের জমাট রক্ষণে তা আটকে যায়। এই পর্বে কোনো দলই গোল করতে পারেনি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ১-০ গোলে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। তার দুর্দান্ত শটে মালয়েশিয়ার গোলরক্ষক কোনো সুযোগই পাননি। এই গোলে গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মাঝে বিপুল উদ্দীপনা দেখা যায়। তবে বাংলাদেশের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২৪ মিনিটে মালয়েশিয়ার আশ্রান হামসানি গোল করে স্কোর ১-১ এ সমতায় নিয়ে আসেন। এই সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টারের খেলা।

তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের ছন্দপতন
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মালয়েশিয়া আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তৃতীয় কোয়ার্টারের ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আখিমুল্লাহ গোল করে মালয়েশিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও কোনো ফল আসেনি। বরং চতুর্থ কোয়ার্টারে মালয়েশিয়া আরও দুটি গোল করে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ করে দেয়। মালয়েশিয়ার আক্রমণের গতি এবং দক্ষতা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সামলানো কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়া।

শক্তি এবং র‍্যাংকিংয়ে মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে ১৭ ধাপ এগিয়ে রয়েছে। তারপরও একসময় ১-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য এই পরাজয় হতাশাজনক। তবে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে করা গোলটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক। এই গোলটি ভবিষ্যতে দলটির মনোবল বাড়াতে সাহায্য করবে।

উল্লেখ্য, ২০২২ সালের এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে এবং ২০১৮ সালের এশিয়ান গেমসে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই তুলনায় এবারের ৪-১ গোলের হার কিছুটা কম ব্যবধানের হলেও, এক গোলের লিড নিয়েও জিততে না পারার ব্যর্থতা দলকে ভাবিয়ে তুলবে।